কোচ চন্ডিকা হাথুরুসিংহকে নিয়ে আলোচনার শেষ নেই। বাংলাদেশের এই পদত্যাগী কোচ নিজেকে এখনো আড়াল করে রেখেছেন। তবে এটা অনেকটাই নিশ্চিত তিনি শ্রীলঙ্কার কোচ হতে যাচ্ছেন। আবার বোর্ড কর্তা নাজমুল হাসান পাপন কিছুদিন আগেই বলেছিলেন হাথুরুর পদত্যাগে খুশি হবেন সিনিয়র ক্রিকেটাররা। যদিও এমন কথা মানছেন না টাইগার স্কোয়াডের সিনিয়র ক্রিকেটাররা।
তবে এটা পরিস্কার টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে নানা কারণে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে সম্পর্কের অবনতি হয় হাথুরুসিংহের। যদিও সোমবার মাহমুদউল্লাহ রিয়াদের সামনে এ প্রসঙ্গটা উঠতেই যেন উড়িয়ে দিলেন। তার দাবি, সব সময় সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে কোচের সম্পর্ক ভাল ছিল।
রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে যুক্তরাষ্ট্র সরকারের সাহায্য সংস্থা ইউএসএইডের শুভেচ্ছাদূত হয়েছেন মাহমুদউল্লাহ। এক বছরের চুক্তি সইয়ের অনুষ্ঠানে হাথুরু প্রসঙ্গে উঠতেই টাইগার এ অলরাউন্ডার জানালেন, ‘সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে ওনার সম্পর্ক ভালো ছিল না কথাটির সাথে আমি একমত নই। সম্পর্ক সবসময় ভালো ছিল। আমরা পরিবারের মতো ছিলাম। অনেক সময় অনেক কিছুই শোনা যায়; এগুলোতে কান না দিয়ে ক্রিকেটের জন্য যেটা ভালো সবসময় উনি সেই চেষ্টা করে এসেছেন।’
টাইগারদের উন্নতির পেছনে সব সময় ভুমিকা রেখেছেন হাথুরু। তার পরামর্শে নিজের ব্যাটিংয়ে উন্নতি হয়েছে বলে মনে করেন মাহমুদউল্লাহ। শেষ পর্যন্ত যদি লঙ্কান এ কোচ আর না থাকেন, তাকে খুব করেই মিস করবেন এ ডানহাতি। বলেন, ‘আমার উন্নতির পেছনে তার বেশ অবদান ছিল। অবশ্যই মিস করবো হাথুরুকে।’
Discussion about this post