ঈদের ছুটি শেষে ব্যস্ততা শুরু হয়ে গেলো বাংলাদেশ ক্রিকেট দলের। জাতীয় দল ইংল্যান্ডে আয়ারল্যান্ড সিরিজ খেলতে যাওয়ার আগে সিলেটে করবে তিন দিনের ক্যাম্প। ২৭, ২৮ ও ২৯ এপ্রিল-এই তিনদিন চলবে বাংলাদেশের ক্যাম্প।
আয়ারল্যান্ড সিরিজে ডাক পাওয়া ক্রিকেটার ও সঙ্গে কিছু তরুণ ক্রিকেটারদের নিয়ে বুধবার রাতেই সিলেট যাবে দল। ৩০ এপ্রিল দিবাগত রাতে তিন ওয়ানডে খেলতে বাংলাদেশ দল উড়াল দেবে ইংল্যান্ডের পথে।
সিলেটে সংক্ষিপ্ত এ ক্যাম্প নিয়ে কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘আমরা যখন সিলেটে খেললাম, মনে হয়েছে ইংল্যান্ডে যেমন উইকেট পাব সেগুলোর সঙ্গে সেখানকার কয়েকটি উইকেটের মিল রয়েছে। আমার মনে হয়েছে সেখানেই অনুশীলন করা উচিত।’
কোচ চন্ডিকা হাথুরুসিংহে এমন একটা ক্যাম্প চাওয়ায় সেটি করেছে বিসিবি। বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘দেখুন, সিলেটের উইকেট হাথুরুসিংহের খুব পছন্দ। উনি চেয়েছেন সফরে যাওয়ার আগে সেখানে একটি অনুশীলন ক্যাম্প করতে। সিলেটের উইকেট একই সঙ্গে যেমন বাংলাদেশের অন্যান্য জায়গার চেয়ে বেশি স্পোর্টিং, তেমনি বাউন্সও আছে। কিছুদিন আগে যে সিরিজ হয়েছিল সেখানে দেখেছি রান হয়েছে। তাই ওখানে একটি অনুশীলন ক্যাম্প করে গেলে ভালো।’
বাংলাদেশ দল ইংল্যান্ডে যাবে দুই ভাগে। বড় অংশটিই যাবে ৩০ এপ্রিল রাতে। চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ৯, ১২ ও ১৪ মে। ছুটি কাটিয়ে সেখানেই দলের সঙ্গে যোগ দেবেন সাকিব আল হাসান। তিনি পরিবারের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ।
বাংলাদেশ দল-
তামিম ইকবাল, লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও মৃত্যুঞ্জয় চৌধুরী।
Discussion about this post