বিদায় বেলায় চন্ডিকা হাথুরুসিংহে টেস্ট থেকে ছুটি নেওয়ায় সাকিব আল হাসানকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। সাবেক কোচের এমন অভিযোগ নিয়ে ভাবেন না সাকিব। সোমবার অনুশীলনের ফাঁকে সাকিব শুধুই বললেন, ‘এনিয়ে কোনো প্রতিক্রিয়া নেই।’
হাথুরুসিংহে ক্রিকেটারদের নিয়ে অভিযোগের ঝাপি খুলে গেছেন। ক্রিকেটারদের মানসিকতাকেও প্রশ্নবিদ্ধ করেছেন। প্রসাকিবের দায়িত্ববোধ নিয়ে কথা বলেছেন। এ ব্যাপারে নতুন টেস্ট অধিনায়ক প্রতিক্রিয়া দেখালেন না। তিনি বলেন, ‘এ সব একেকজনের ব্যক্তিগত কথা। এটা নিয়ে মন্তব্য করা উচিত হবে না।’
এদিকে টেস্টে সাকিবের সহকারী হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। যা সাকিবের নেতৃত্বকে বেশ সহজ করে দেবে বলে মনে করেন সাকিব নিজেই। বললেন, ‘আমরা বেশ কয়েকজনই আছি, যারা দলের নেতা এবং যে কোনো সিদ্ধান্তই আমরা একসঙ্গে মিলেই নেই। কেউ অধিনায়ক থাক বা না থাক, সেটা ব্যাপার নয় যখন আমরা মাঠে খেলতে নামি। সবার সাহায্যই দরকার হবে। আর রিয়াদ ভাই তো কয়েক বছর ধরেই বিপিএলে ভালো অধিনায়কত্ব করছে। নেতৃত্বগুণ উনার ভেতর অনেক আগে থেকেই আছে। আমার কাছে মনে হয়, আমার জন্য কাজটি সহজ হবে।’
সাকিব মনে করেন সাদা পোশাকে তার নেতৃত্ব দেয়াটা সহজ হবে। তিনি বলেন, ‘এখন বেশিরভাগ ক্রিকেটাররাই প্রায় সবসময় পারফর্ম করছে। ক্রিকেটাররা যখন ভাল খেলে, অধিনায়কের ও রকম কোনো কাজই থাকবে না।’
Discussion about this post