অবশেষে নড়েচড়ে বসল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি) সঙ্গে এখনো আরো দুই বছরের চুক্তি আছে চন্ডিকা হাথুরুসিংহের। এ কারণে কৌশলী পথে হাটছে তারা। পদত্যাগপত্র দেওয়া বাংলাদেশের প্রধান কোচকে নিজেদের কোচ করতে চেয়ে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনকে চিঠি দিলেন শ্রীলঙ্কান বোর্ডের প্রধান থিলাঙ্গা সুমাথিপালা। এসএলসি তাদের ওয়েবসাইটে জানিয়েছে, হাথুরুসিহের আইনজীবীর সঙ্গে আলোচনা করছে তারা। বাংলাদেশ হাথুরুসিংহে আনুষ্ঠানিকভাবে ছেড়ে দিলেই তাকে প্রস্তাব দেবে লঙ্কান বোর্ড। তার মানে যে কোন সময়ই সফল এই কোচের সঙ্গে চুক্তিতে যাবে লঙ্কানরা।
লঙ্কান বোর্ডের প্রধান স্পষ্ট জানালৈন, ‘কোনো সংশয় নেই যে স্বল্প ও দীর্ঘমেয়াদী, দুটি লক্ষ্য পূরণেই হাথুরুসিংহে আমাদের দলে দারুণ মানাতে পারবেন। আমাদের চাওয়ার কথা জানিয়ে আমি বিসিবি সভাপতিকে ব্যক্তিগতভাবে লিখেছি। আমাদের নির্বাহী কমিটি নিশ্চিত ও আত্মবিশ্বাসী যে হাথুরুই এই কাজের জন্য যোগ্যতম। তবে অবশ্যই আমরা তাকে পেশাদারীভাবে ও স্বচ্ছতার সঙ্গে আনতে চাই।’
হাথুরুর সঙ্গে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি রয়েছে বিসিবির। তারপরও গত দক্ষিণ আফ্রিকা সফরের মাঝেই বিসিবির কাছে পদত্যাগপত্র পাঠান অস্ট্রেলিয়ায় বসবাস করা শ্রীলঙ্কান এ কোচ।
বিসিবি বলছিল আনুষ্ঠানিকভাবে সম্পর্ক ছিন্ন করার জন্য ১৫ নভেম্বরের মধ্যে বাংলাদেশে আসবেন হাথুরুসিংহে।যদিও তিনি আসেননি। তার আসার সম্ভাবনাও কম। তবে হাথুরুর প্রথম প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশই। জানুয়ারিতেই শ্রীলঙ্কার সঙ্গে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ, টি-টুয়েন্টি ও টেস্ট সিরিজ। তখন নিশ্চয়ই মাশরাফি-মুশফিকদের সঙ্গে দেখা হবে হাথুরুর।
Discussion about this post