ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচেই অঘটন। রোববার স্কটল্যান্ডের কাছে হেরে গেলো বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনে বাংলাদেশের বিপক্ষে স্কটল্যান্ডের জয় ৬ রানে। এমন হারে বিশ্বকাপের মূল পর্বে উঠা কঠিন হয়ে গেলো টাইগারদের। ম্যাচ শেষে তাইতো হতাশ মাহমুদউল্লাহ রিয়াদ। অধিনায়ক ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে যা বললেন তা তুলে ধরা হলো…
কেন এমনটা হলো…
যেটা বললাম, ব্যাটিংয়ে প্রথম ৬ ওভারে আমরা ও রকম রান করতে পারিনি। এটা এমন একটা জায়গা, আমরা চেয়েছিলাম যেন পাওয়ার প্লেটা কাজে লাগাতে পারি। ১৪০ রানের লক্ষ্য তাড়া করতে হলে ভালো একটা শুরু প্রয়োজন। পরে মুশফিক, সাকিব কিছুটা কিছুটা রিকভারি করেছিল। কিন্তু মাঝের ওভারগুলোতে আমরা ভালো করতে পারিনি। উইকেট ভালো ছিল কিন্তু আমরা ভালো ভালো ব্যাটিং করতে পারিনি।
হয়তো এই ভাবনাটা ছিল যে, আমরা যদি স্পিনারদের অ্যাটাক করতে পারি, কিছু বড় ওভার যদি নিতে পারি তাহলে হয়তো রান রেটটা আমাদের নাগালের ভেতরেই থাকত। কিন্তু মাঝখানে আমরা উইকেট হারিয়েছি। বড় রানের ওভারগুলো আমরা কালেক্ট করতে পারিনি। এই কারণে আমরা আস্তে আস্তে ম্যাচ থেকে বেরিয়ে গেছি।
ম্যাচের টার্নি পয়েন্ট প্রসঙ্গে
মুশফিকের উইকেট আজকের টার্নিং পয়েন্ট কারণ সে ভাল খেলছিল সেট হয়ে গিয়েছিল। তবে আমার মনে হয় ব্যাটিং ইউনিট হিসেবে আমরা হতাশ করেছি। এটা খুব বড় চিন্তার ব্যাপার। আমরা একের অধিক ভুল করেছি। পরের ম্যাচে আমাদের এই বিষয়ে নজর রাখতে হবে।
আমার মনে হয় মুশফিকের উইকেটটা ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল। মুশি আজকে ভালোই খেলছিল। একজন সেট ব্যাটসম্যানের উইকেটে থাকাটা খুবই জরুরি। ব্যাটিংটা আমাদের খুবই হতাশাজনক হয়েছে। এটা আসলেই চিন্তার বিষয়। আমাদের আমাদের দুর্বলতাগুলো নিয়ে আরও বেশি কাজ করতে হবে। চেষ্টা করতে হবে এসব ভুল যেন সামনের ম্যাচে আর না হয়।
বোলারদের পারফরম্যান্স প্রসঙ্গে
আমার মনে হয় বোলাররা ঠিক পথেই ছিল। তারা ৬০ রানের ভেতরই ৬ উইকেট ফেলে দিতে পেরেছে। কিন্তু এরপর বড় পার্টনারশিপ দাঁড়িয়ে গিয়েছে। আমি মনে করি স্কটল্যান্ডের ওই দুই ব্যাটার আমাদের চেয়ে অনেক ভালো ক্রিকেট খেলেছে।
ব্যাটিং নিয়ে…
খুবই হতাশাজনক। আমি মনে করি ফ্ল্যাট উইকেটে ১৪০ চেজেবল স্কোর। আমাদের ব্যাটিং ইউনিটে বেশ ক্লিছু সমস্যা ছিল, যেটি আমি আগেই বলেছি। আমরা সেই ভুলগুলো শুধরে সামনের ম্যাচে কাজে লাগাবো। মাঠ এবং উইকেট দুর্দান্ত ছিল। দর্শকের বেশ ভালো সাপোর্ট আমরা পেয়েছিলাম। কিন্তু এটা খুবই হতাশাজনক।
ব্যাটিংয়ে প্রথম ছয় ওভার আমরা রান করতে পারি নি। আমরা চাচ্ছিলাম প্রথম পাওয়ার প্লে যেন ভালোভাবে ব্যবহার করতে পারি। ১৪০ তাড়া করতে কিন্তু আপনার ভালো একটা শুরু প্রয়োজন। ওখান থেকে মুশফিক সাকিব কিছুটা রিকোভারিও করেছিল। কিন্তু মিডলে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। যেটা আমি বললাম যে উইকেট ভালো ছিল কিন্তু আমরা সেটি কাজে লাগাতে পারিনি। আমাদের ভুল বেশি ছিল আজকে।
আমাদের হয়তো একটা প্ল্যান ছিল যে আমরা যদি স্পিনারদের বেশি আক্রমণ করতে পারি, তাদের ওভারে যদি রান হতো তাহলে আমরা লক্ষ্যে পৌঁছাতে পারতাম। মাঝখানে আমরা কয়েকটি উইকেট হারিয়েছি। বড় ওভারগুলো আমরা কাজে লাগাতে পারিনি। যার কারণে রান রেটটা বেড়ে গেছে। আগামী ম্যাচে আমাদের সেগুলো মাথায় রাখতে হবে।
নিজের ব্যাটিং ও ব্যাটিং অর্ডার প্রসঙ্গে..
আমি আসলে যেভাবে ব্যাটিং করতে চাচ্ছিলাম, সিচুয়েশন যেমন ডিমান্ড করছিল সেরকম আমি দিতে পারিনি। কিন্তু আমার মনে হয়না প্রস্তুতি ম্যাচ না খেলায় আমার ব্যাটিংয়ে সমস্যা হয়েছে। আমার কাছে যেই জিনিসটা মনে হয় ব্যাটিং ইউনিট নিয়ে আমাদের আরও ভালো করে চিন্তা করতে হবে। মাঝে একটা পার্টনারশিপ দরকার ছিল, সাকিব মুশির যেই পার্টনারশিপটা ছিল, সেটি বাদেও মাঝে আরও একটি পার্টনারশিপ দরকার ছিল। সেটি হতে পারতো আমি সোহান, আমি আফিফ। কিন্তু আমরা সেটি করতে পারি নি। আমরা যদি ১৫-১৬ রান বেশি নিতে পারতাম তাহলে আমাদের জন্য ভালো হত। এক্ষেত্রে ক্রেডিট দিতে হবে তাদের বোলারদের। ওরা দুর্দান্ত প্রয়োগ দেখিয়েছেন, আমরাও কিছু সইলি ভুল করেছি যেটার মাশুল আমাদের দিতে হয়েছে।
এই পারফরম্যান্সে কি হতাশ?
অবশ্যই আমি ফ্রাস্টেটেড। এই মুহূর্তে আমার ফ্রাস্টেটেড না হয়ে কোনো উপায়ও নেই। যেটা বারবারই বলা লাগছে ব্যাটিংটাই আমাদের মূল চিন্তার বিষয়। আমাদের ভালো ব্যাটিং করতে হবে।
Discussion about this post