সিরিজ হেরে ছিল আগের ম্যাচেই। এটি ছিল বাংলাদেশের জন্য হোয়াইট ওয়াশ এড়ানোর লড়াই। কিন্তু সেই লড়াইয়ে পারল না টাইগ্রেসরা। সিলেটের মাঠে শেষ টি-টোয়েন্টিতে ৪ উইকেটের জয় তুলে নিয়েছে আইরিশ মেয়েরা।
টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে পাঠান আইরিশ অধিনায়ক গ্যাবি লুইস। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলে মাত্র ১২৩ রান। এরপর ১৯.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয় সফরকারীরা। এর আগে ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশ হয়েছিল আইরিশ দল। টি-টোয়েন্টিতে এসে সেই প্রতিশোধ নিল তারা।
সিলেটের মাঠে শেষ ওভারে আয়ারল্যান্ডের প্রয়োজন দরকার ছিল ১৫ রান। নারী ক্রিকেটে এটা কঠিন টার্গেট। আগের দুই ওভারে ৯ রান দেওয়া লেগ স্পিনিং অলরাউন্ডার স্বর্ণা আক্তারের হাতে বল দেন অধিনায়ক নিগার সুলতানা। প্রথম বলে দ্বিতীয় রান নেওয়ার চেষ্টায় রান আউট হয়ে যান আর্লিন কেলি। পরের বলে জীবন পেয়ে দুই রান নেন ডেলানি। তৃতীয় বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে বোলারের মাথায় ওপর দিয়ে চার। পরের বলে কাভার দিয়ে চার।
এরপর পঞ্চম বলে জীবন পেয়ে ডেলানির বাউন্ডারিতে জয় তুলে নেয় আইরিশরা মেয়েরা।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ২০ ওভারে ১২৩/৭ (সোবহানা ৪৫, মুর্শিদা ১২, শারমিাহিদান ৩৪, নিগার ৮, স্বর্ণা ৪, রিতু ০, রাবেয়া ৩*, নাহিদা ১, জান্নাতুল ১*; সারজেন্ট ৪-০-২১-০, প্রেন্ডারগাস্ট ৪-০-২২-৪, ডালজেল ২-০-২৩-০, কেলি ৪-০-১৮-০, ডেলানি ২-০-১৬-০, ম্যাগুইয়ের ৪-০-২৫-২)।
আয়ারল্যান্ড: ১৯.৫ ওভারে ১২৪/৬ (হান্টার ২৮, লুইস ২১, প্রেন্ডারগাস্ট ১১, পল ০, ডেলানি ৩৬*, স্টোকেল ১৯, কেলি ২, রেইলি ০*; জাহানারা ২-০-১৬-০, মেঘলা ৪-০-২১-০, নাহিদা ৪-০-২৬-১, রাবেয়া ৪-০-১৭-২, জান্নাতুল ৩-০-১৯-১, ফাহিমা ২.৫-০-২৪-০)।
ফল: আয়ারল্যান্ড ৪ উইকেটে জয়ী।
সিরিজ: তিন ম্যাচ সিরিজে আয়ারল্যান্ড ৩-০তে জয়ী।
ম্যাচসেরা: লরা ডেলানি।
সিরিজসেরা: ওর্লা প্রেন্ডারগাস্ট।
Discussion about this post