সফরে প্রস্তুতি ম্যাচে আশার আলো ছড়ালেও আসল লড়াইয়ে ফ্লপ বাংলাদেশ দল। প্রথমে এলোমেলো বোলিং তারপর হতাশ করা ব্যাটিংয়ে প্রথম ওয়ানডেতে সর্বনাশ। নিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টি আইনে ৪৪ রানে হারল নাজমুল হোসেন শান্তর দল।
ডানেডিনে রোববার ভোরে টস হেরে ব্যাটিং করতে নেমে উইল ইয়ংয়ের সেঞ্চুরি আর টম লাথামের দাপটে বড় স্কোর গড়ে স্বাগতিকরা। সর্বোচ্চ ১০৫ রান করেন ইয়ং। ৩০ ওভারে ৭ উইকেটে ২৩৯ রান তুলে নিউজিল্যান্ড। বৃষ্টি আইনে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৪৫ রান।
জবাব দিতে নেমে এনামুল হক বিজয়-নাজমুল হোসেন শান্তর জুটিতে ৩৬ বলে ৪৬ রান ও লিটন-এনামুলের জুটিতে ২৮ বলে ৩৩ রান তুললেও এরপরই পথ হারায় বাংলাদেশ দল। দুই তরুণ আফিফ ও তাওহিদ হৃদয় কিছুটা লড়লেও রাভ হলো না। মাত্র ৩১ বলে ৫০ রানের জুটি পূর্ণ করেন তারা।
হৃদয় ২৭ বলে ৩৩ রান তুলেন। আফিফ ২৮ বলে ৩৮ রান। এরপর ২১ বলে ২৮ রান করেন মিরাজ। ৯ উইকেটে ২০০ রানে অলআউট হয় বাংলাদেশ।
সিরিজের পরের ম্যাচ বুধবার, নেলসনে।
সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড: ৩০ ওভারে ২৩৯/৭ (ইয়াং ১০৫, রবীন্দ্র ০, নিকোলস ০, ল্যাথাম ৯২, চ্যাপম্যান ২০, ক্লার্কসন ১, ব্লান্ডেল ১, মিল্ন ১*; শরিফুল ৬-১-২৮-২, হাসান ৬-০-২৮-০, মুস্তাফিজ ৬-০-৪৭-০, সৌম্য ৬-০-৬৩-০, মিরাজ ৫-০-৫৩-১, আফিফ ১-০-১৭-০)।
বাংলাদেশ: (লক্ষ্য ৩০ ওভারে ২৪৫) ৩০ ওভারে ২০০/৯ (সৌম্য ০, এনামুল ৪৩, শান্ত ১৫, লিটন ২২, হৃদয় ৩৩, মুশফিক ৪, আফিফ ৩৮, মিরাজ ২৮*, শরিফুল ৫, হাসান ৪; মিল্ন ৬-০-৪৬-২, ডাফি ৬-০-৩৯-১, ও’রোক ৫-০-৩৫-১, সোধি ৬-০-৩৫-২, ক্লার্কসন ৪-০-২৪-২, রবীন্দ্র ৩-০-২০-১)
ফল: ডিএলএস পদ্ধতিতে নিউজিল্যান্ড ৪৪ রানে জয়ী।
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে নিউজিল্যান্ড ১-তে এগিয়ে।
ম্যাচসেরা: উইল ইয়াং।
Discussion about this post