একটা সময় ছিল তাকে একনজর দেখার জন্য হুমড়ি খেয়ে পড়তো দর্শকরা। ব্যাট হাতে তখন ছক্কার বন্যা বইয়ে দিতেন শহিদ আফ্রিদি। কিন্তু ক্যারিয়ারের শেষ প্রান্তে দাড়িয়ে তিনি।
সময় তাহলে ফুরিয়েই গেল! করাচি স্টেডিয়ামে সোমবার ১০ মিনিট দাঁড়িয়েছিলেন। কিন্তু কেউ অটোগ্রাফ নিতে এলো না শহিদ আফ্রিদির। আশপাশে জড়ো হওয়া অনেককেই ডাকলেন; কেউ সাড়া দিল না তার ডাকে। বেচারা আফ্রিদি এমন অবজ্ঞায় বেশ লজ্জা পেলেন। কী আর করা, একসময় গাড়িতে উঠে বাড়িতে চলে যান তিনি। ইদানীং আফ্রিদিকে নাকি পাত্তা দিচ্ছেন না পাকিস্তানের ক্রিকেটভক্তরা। সবাই মুখ ফিরিয়ে নিচ্ছেন! তাই বলে এতো অবহেলা!
Discussion about this post