কিছুতেই প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির দেখা হলো না। একটা ম্যাচেও জয়ের দেখা পেলো না বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিশ্বকাপে কমপক্ষে একটি ম্যাচে জয়ের স্বপ্ন দেখছিলেন অধিনায়ক নিগার সুলতানা জোতি। কিন্তু শুধুই হারের ক্ষত। শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কাছে হারের পর শেষটাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও একই গল্প।
নারী বিশ্বকাপে স্বাগতিকদের বিপক্ষে নিজেদের বিশ্বকাপের শেষ ম্যাচে লড়াই করতে পারল না বাংলাদেশ দল। ১০ উইকেটের বড় হার দিয়ে বিশ্বকাপ শেষ করল মেয়েরা।
টি-টুয়েন্টি বিশ্বকাপে অবশ্য রেকর্ড তেমন ভাল ছিল না টাইগ্রেসদের। বাংলাদেশের জয় ছিল শুরু শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে। ২০১৪ সালে দেশের মাঠে সেই জয়ের পর থেকে শুধুই সঙ্গী হতাশা। এরপর গত তিন বিশ্বকাপে ১২ জয় ছিল অধরা। এবার হারের রেকর্ড আরও সমৃদ্ধ হলো। মোট ১৬ ম্যাচ হার দেখল দল।
মঙ্গলবার রাতে কেপটাউনে টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে তুলে ১১৩ রান। জবাব দিতে নেমে ১০ উইকেটে জয়ের বন্দরে দক্ষিণ আফ্রিকা। ১৩ বল আগেই হাসিমুখ স্বাগতিকদের।
Discussion about this post