রাওয়ালপিন্ডি টেস্টে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির দেখা হচ্ছে না। টেস্টের প্রথম দিনে বুধবার শুরুটা দুর্দান্ত ছিল বাংলাদেশের। প্রথম দিন ১৬ রানে ৩ উইকেট হারিয়ে চাপে থাকা পাকিস্তানই কীনা ৬ উইকেটে ৪৪৮ রানের স্কোর গড়ে ইনিংস ঘোষণা করল। মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিলের জোড়া সেঞ্চুরিতেই সর্বনাশ বাংলাদেশের। পঞ্চম উইকেটে দুজন যোগ করেন ২৪০ রানের জুটি।
এরপর বৃহস্পতিবার নিজেদের ১ম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা মন্দ হয়নি বাংলাদেশের। ১২ ওভার বিনা উইকেটে পার করেছে বাংলাদেশ। বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসান তুলেছেন ২৭ রান। এ অবস্থায় বাংলাদেশ প্রথম ইনিংসে ৪২১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করেছে।
৪ উইকেটে ১৫৮ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে পাকিস্তান। তারপর রিজওয়ান ও শাকিল ভুগিয়েছেন বাংলাদেশকে।
১১ টেস্ট খেলেই তিন সেঞ্চুরির পাশাপাশি ছয়টি ফিফটি করে ফেলেছেন শাকিল। পাকিস্তানের হয়ে দ্রুততম হাজার রানের রেকর্ডে আগের দিন স্পর্শ করেন সাঈদ আহমেদকে।
রিজওয়ান অপরাজিত থাকেন ১৭১ রানে। এটিই তার ক্যারিয়ারসেরা ইনিংস।
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান ১ম ইনিংস: ১১৩ ওভারে ৪৪৮/৬ (ডি.) (আগের দিন ১৫৮/৪) (শাকিল ১৪১, রিজওয়ান ১৭১*, সালমান ১৯, আফ্রিদি ২৯*; শরিফুল ২৩-৪-৭৭-২, হাসান ২৩-৪-৭০-২, নাহিদ ১৯-০-১০৫-০, মিরাজ ২১-১-৮০-১, সাকিব ২৭-৩-১০০-১)।
বাংলাদেশ ১ম ইনিংস: ১২ ওভারে ২৭/০ (সাদমান ১২*, জাকির ১১*; আফ্রিদি ৪-১-৮-০, নাসিম ৫-১-৭-০, শাহজাদ ৩-০-৮-০)। * ২য় দিন শেষে
Discussion about this post