ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দল যখন প্রায় ডুবে যাচ্ছে তখনই তিনি পা রাখেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)। এরপর আর টেনে তুলতে পারেন নি জ্যামাইকা তালাওয়াসকে। প্লে-অফে খেলার স্বপ্ন শেষ। লিটন দাস প্রথমবারের মতো খেলতে গিয়ে তেমন ভাল কোন স্মৃতি নিয়ে ফিরতে পারলেন না। নিজেও ব্যাট হাতে দেখা পাননি বড় ইনিংসের।
তার দল জ্যামাইকা তালাওয়াস ১০ ম্যাচ খেলে ৮টিতেই হারল। ক্রিস গেইল আর লিটনদের দল হতাশা নিয়েই শেষ করল এবারের সিপিএল।
শুক্রবার ভোরে নিজেদের দ্বিতীয় ম্যাচটিতে মাঠে নামার আগেই অবশ্য সিপিএল থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় জ্যামাইকার। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের ৭৭ রানের বড় হার দিয়ে শেষ মিশন।
গায়ানায় অনুষ্ঠিত ম্যাচে ৬ উইকেটে ১৫৬ রান করে ওয়ারিয়র্স। শোয়েব মালিক ৪৫ বলে করেন ৭৩ রান। জবাব দিতে নেমে মাত্র ৭৯ রানে অলআউট জ্যামাইকা।
ক্রিস গেইল কোন রান না করেই ফিরে যান সাজঘরে। চার নম্বরে নেমে লিটন দাস ২৫ বলে ২ বাউন্ডারিতে তুলেন ২১ রান। সমান ২১ রান আসে দলের দক্ষিণ আফ্রিকান ওপেনার গ্লেন ফিলিপসের ব্যাটে। ইমরান তাহির ৪ ওভারে ১২ রান দিয়ে শিকার করেন ৩ উইকেট। তবে ম্যাচসেরা শোয়েব মালিক।
সিপিএলে অভিষেক ম্যাচেও হার দেখেছিলেন লিটন। সেন্ট লুসিয়া জুকসের বিপক্ষে ২১ রান করেন তিনি। লিটনের দল বিদায় নিলেও সাকিব আল হাসানের বার্বাডোজ ট্রাইডেন্টস দাপটে এগিয়ে যাচ্ছে। সাকিব ব্যাটে-বলে ছন্দে রয়েছেন। প্লে-অফের টিকিট পেয়েছে তার দল বার্বাডোজ।
Discussion about this post