ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
যতোটা গর্জে ছিলেন ঠিক ততোটা বর্ষাতে পারলেন না! এটিই তার শেষ বিশ্বকাপ। ব্যাটে ঝড় তোলার প্রত্যয় নিয়েই খেলতে গিয়েছিলেন ইংল্যান্ডে। কিন্তু প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির দেখা হয়নি। সেই চির চেনা ক্রিস গেইলের দেখা মেলেনি।
বৃহস্পতিবার বিশ্বকাপে নিজের শেষ ম্যাচটা রাঙাতে চেয়েছিলেন তিনি। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে ব্যাট হাতে মাঠে নেমেই আউট মাত্র ৭ রান। দৌতল জাদরানের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন এই মারুকটে ব্যাটসম্যান।
অথচ ১৮ রান করলেই ব্রায়ান লারাকে ছাড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি রানের মালিক হয়ে যেতেন গেইল। কিন্তু হল না!
বিশ্বকাপে গেইল এবার ৮ ম্যাচ খেলে তেমন চমক দেখা পারেন নি। তার ইনিংসগুলো ছিল এমন-৫০ (৩৪ বলে), ২১ (১৭), ৩৬ (৪১), ০ (১৩), ৮৭ (৮৪), ৬ (১৯), ৩৫ (৪৮), ৭ (১৮)।
বলেছিলেন বিশ্বকাপ শেষেই গুডবাই বলবেন। কিন্তু সিদ্ধান্ত বদলে আরেকটা সিরিজ খেলার চিন্তা গেইলের। ভারতের বিপক্ষে উইন্ডিজের হয়ে দেশের মাঠে খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই বলবেন তিনি।
Discussion about this post