নিউজিল্যান্ডের সঙ্গে ক্রিকেট সিরিজ নিয়ে বেশ ব্যস্ত তিনি। দলের অধিনায়ক, ব্যস্ততা তো একটু বেশিই হবে! গত শনিবার ছুটি মিলতেই হঠাৎ বাগদান সেরে নিলেন এ মুহুর্তের ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর।’
শনিবার বাগদান হয়ে গেল মুশফিকুর রহীমের। কনে জান্নাতুল কেফায়েত মন্ডি। জাতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের স্ত্রীর ছোট বোন তিনি। মানে সহ-অধিনায়কের শ্যালিকা। ঘরোয়াভাবে কনের রামপুরার বাসায় শনিবার রাতে বাগদান পর্ব অনুষ্ঠিত হয়। মুশফিকের বাবা-মা ও কয়েকজন নিকটাত্মীয় এ বাগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মুশফিকের বাবা মাহবুব হামিদ খবরের সত্যতা জানিয়ে বলেন, ‘আসলে আগে থেকে বিয়ের কথাবার্তা হচ্ছিল। মেয়েকে দেখে একনজরেই আমাদের সবার পছন্দ হয়েছে। এমন লক্ষ্মী বৌমা পেয়ে মুশফিকের মা তো দারুণ খুশি!’
কনে জান্নাতুল কেফায়েত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনার্সে পড়েন। সামনের বছর জুনে তার পরীক্ষা শেষ হবে। পরীক্ষা শেষেই বিয়ের ক্ষণ চুড়ান্ত করা হবে।
অধিনায়ক মুশফিকের সঙ্গে জান্নাতুল কেফায়েতের পরিচয় ছিল আগেই। প্রথম দেখা ২০১১ সালে, মাহমুদউল্লাহর বিয়েতে। এরপর জানা শোনা, তারই ধারাবাহিকতায় এবার হল বাগদান।
অধিনায়ক অভিনন্দন! এখন প্রতীক্ষা কখন বাজবে বিয়ের সানাই…!
Discussion about this post