পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে চমক হয়ে এলেন মেহেদী হাসান মিরাজ। প্রাথমিক দলে না থাকলেও আজ শেষ মুহূর্তে ডাক পেয়েছেন এই অলরাউন্ডার। ইনজুরির কারণে ছিটকে পড়া সৌম্য সরকারের পরিবর্তে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে তাকে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানায়, সৌম্যর পিঠের চোট পুরোপুরি সারে না ওঠায় তাকে বিশ্রামে রাখা হয়েছে। দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, ‘সৌম্যর পুনর্বাসনে আরও ১০ থেকে ১২ দিন সময় লাগবে। তাই পাকিস্তান সিরিজে তার খেলা সম্ভব নয়।’
২৭ বছর বয়সী মিরাজ বর্তমানে রয়েছেন পাকিস্তানেই। পিএসএল খেলছেন লাহোর কালান্দার্সের হয়ে। সেখান থেকেই জাতীয় দলে সরাসরি যোগ দেবেন তিনি। এর আগে সংযুক্ত আরব আমিরাত সিরিজেও তিনি স্কোয়াডে ছিলেন না।
পাকিস্তান সফর সামনে রেখে বাংলাদেশ দল লাহোরে পা রাখবে ২৫ মে। সিরিজ শুরু হবে ২৮ মে, বাকি দুই ম্যাচ ৩০ মে ও ১ জুন। সব ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে, বাংলাদেশ সময় রাত ৯টায়।
Discussion about this post