মাঠের বাইরে খবরটা উড়ছিল বেশ কিছুদিন ধরেই। কিন্তু তার বিকল্প যে এখনো পায়নি বাংলাদেশ। তাইতো ভক্তদের বিশ্বাস ছিল তিনি থাকবেন। কিন্তু মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি ম্যাচ শুরুর আগে যেন হঠাৎ বজ্রপাতের মতো খবর এলো। আন্তর্জাতিক টি-টুয়েন্টি থেকে অবসর নিয়েছেন মাশরাফি বিন মতুর্জা।
সবাইকে চমকে দিয়ে টাইগারদের জানিয়ে দিলেন, এটিই তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক টি-টুয়েন্টি সিরিজ। মানে লঙ্কানদের বিপক্ষে পরের ম্যাচটিই সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে তার শেষ ম্যাচ।
বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিই হবে তার ক্যারিয়ারের ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেট অধ্যায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুঁজে নেবে নতুন অধিনায়ক।
২০০৬ সালে লাল-সবুজের হয়ে টি-টুয়েন্টিতে পথচলা শুরু তার। এরপর টাইগারদের খেলা ৬৬ টি-টুয়েন্টির ৫৩টিতেই খেলেছেন তিনি। শিকার করেছেন ৩৯ উইকেট।
দেশের রেকর্ড ২৭ ম্যাচে দলকে নেতৃত্ব দিলেন মাশরাফি। মঙ্গলবারের আগে পর্যন্ত তার অধিনায়কত্বে টাইগাররা জিতেছে ৯টি ম্যাচে। টি-টুয়েন্টিকে গুডবাই বললেন ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাবেন মাশরাফি।
Discussion about this post