সতীর্থ মাশরাফি বিন মর্তুজার সঙ্গে হাসিমুখে অনুশীলন করছিলেন। টেনিস বল নিয়ে মেতেছিলেন! কিন্তু দৌড়াতে গিয়ে হঠাৎ করেই ডান পায়ের গোড়ালি মচকে গেল! শুরুতে অবশ্য কিছুই বুঝতে পারলেন না শফিউল ইসলাম। এরপর যন্ত্রনা হতেই গোড়ালি চেপে ধরে মাঠে শুয়ে পড়েন মাঠে। এরপর ফিজিও বিভাস সিং এবং অ্যানালিস্ট নাসির আহমেদের কাঁধে চেপে মাঠ ছাড়তে হয় তাকে। এরপর জানা যায় নিউজিল্যান্ডের বিপে ওয়ানডে সিরিজ খেলা হচ্ছে না তার। ফিজিও বিভাব সিং বললেন,-‘ক্রিকেট খেলার মতো অবস্থা এই মুহূর্তে তার নেই। ওয়ানডে সিরিজে খেলতে পারবে না শফিউল। ডান পায়ের গোড়ালি মচকে গেছে তার। বেশ ভালো ব্যথা আছে তার। দু’দিন পর আমরা তার গোড়ালির স্ক্যান করিয়ে দেখব ইনজুরির মাত্রাটা কেমন। তবে এখন এটুকু বলতে পারি, আগামী চার থেকে ছয় সপ্তাহ আগে তার মাঠে ফিরে আসার সম্ভাবনা নেই।’
শফিউলের বদলে জাতীয় দলে ডাক পেলেন আরেক পেস বোলার আল আমিন।
কিউইদের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ মঙ্গলবার শুরু হচ্ছে মিরপুরে।
Discussion about this post