শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষেই ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য প্রস্তুত হবে বাংলাদেশ ক্রিকেট দল। সেই সফরে টাইগাররা পূর্ণাঙ্গ এক সিরিজ খেলবে। কিন্তু সেখানে পাওয়া হচ্ছে না মুশফিকুর রহিমকে। হজ পালনের উদ্দেশে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছেন না এই তারকা ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে (বিসিবি) ছুটি চাইলে তা মঞ্জুরও করা হয়েছে।
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, মুশফিকের ছুটির আবেদন তারা মঞ্জুর করেছেন। বলেন, ‘এক মাসেরও বেশি সময় আগে মুশফিক আমাদের কাছে ছুটি চেয়ে রেখেছিল। তখন অবশ্য বলেছিল যে কোটার ব্যাপার আছে, হজে তো এবার সবাই যেতে পারছে না। এজন্য একটু অনিশ্চয়তা ছিল। তবে শেষ অব্দি তার নাম এসেছে কোটার মধ্যে। চট্টগ্রাম টেস্টের সময় ওর ছুটি নিশ্চিত করেছি আমরা।’
তাকে সন্দেহ নেই মিস করবে বাংলাদেশ দল। চট্টগ্রামেই টেস্টে লঙ্কানদের বিপক্ষে পেয়েছেন সেঞ্চুরি। দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে করেছেন ৫ হাজার রান। মুশফিককে ছুটি দিয়ে জালাল আরও বলছিলেন, ‘হজ করার মতো ব্যাপারে তো অনুমতি দেওয়া ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই। আশা করি ভালোভাবে হজ করার পর আমরা তাকে আবার সেরা চেহারায় পাব।’
বাংলাদেশ দলে ধর্মপ্রাণ বলেই পরিচিত মুশফিক। খেলা নিয়ে ব্যস্ততা থাকলেও ধর্ম পালনে সব সময়ই এগিয়ে এই তারকা ক্রিকেটার।
চলতি বছর হজ-এর সম্ভাব্য সময় আগামী ৭ থেকে ১২ জুলাই। এই পবিত্র আয়োজনে সামিল হতে সৌদি আরব যাচ্ছেন মুশফিক। হজ পালনের জন্য উইন্ডিজ সফর থেকে ছুটি চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)কাছে চিঠি দিয়েছেন মুশফিক। বোর্ডের পক্ষ থেকে মুশফিকের ছুটির আবেদন মঞ্জুরও করা হয়েছে।
আগামী ৫ জুন দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে বাংলাদেশ দল। সেখানে টেস্ট সিরিজের দুই ম্যাচ হবে ১৬ ও ২৪ জুন। প্রথম টেস্টের ভেন্যু অ্যান্টিগা। দ্বিতীয় টেস্ট সেন্ট লুসিয়ায়। সফরে টি-টুয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ ২, ৩ ও ৭ জুলাই। প্রথম দুই ম্যাচ হবে ডমিনিকায়, শেষ ম্যাচ হবে গায়ানায়। এই ভেন্যুতেই আগামী ১০, ১৩ ও ১৬ জুলাই তিন ওয়ানডে।
Discussion about this post