ক্রিকেটারদের ওমরাহ পালন করার ঘটনা নতুন নয়। কিন্ত সময়-সুযোগের অভাবে হজ করেছেন কম ক্রিকেটারই। মোহাম্মদ আশরাফুল এখন ক্রিকেটে নিষিদ্ধ। তার হাতে অফুরন্ত সময়। তাইতো এবার হজ পালন করতে পবিত্র মক্কা নগরীতে যাচ্ছেন তিনি। সবকিছু ঠিক থাকলে শনিবার সন্ধ্যায় তার ফ্লাইট।
ম্যাচ ও স্পট ফিক্সিংয়ের অভিযোগ তার বিরুদ্ধে। নিজে দোষ স্বীকার করে নিয়েছেন। আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন আইনে ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ তিনি। এখন তাকে বিসিবির ট্রাইব্যুনালের মুখোমুখি হতে হবে। নিয়ম ও আইন অনুযায়ী ট্রাইব্যুনালের মুখোমুখি হতেই হবে। আশরাফুলও প্রস্তুত। পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাটের আইনজীবী ইয়াসিন প্যাটেল হতে যাচ্ছেন তার আইজীবি।
সেই অপরাধ বোধ থেকে এই হজব্রত পালন নয়। আশরাফুল জানালেন, ’আমার ম্যাচ ও স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পড়ার স্বীকারোক্তি এবং পাপমোচনের কথা ভেবে হজ নয়। পবিত্র হজ করার ইচ্ছে আমার আগে থেকেই। কিন্তু জাতীয় দলের সফরসূচি আর ঘরোয়া ক্রিকেট থাকে, তাই আগে কখনই হজ করা হয়ে ওঠেনি। এখন আমি মাঠের বাইরে। তাই ভাবলাম এটাই হজ করার সবেচেয়ে সেরা সময়।’
Discussion about this post