ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
রানরেট বাড়িয়ে নিতে হবে-এই তাগিদটা ছিল শুরু থেকেই। এ কারণেই হংকংয়ের বিপক্ষে ম্যাচটা দাপটেই জিতেছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। দল জিতেছে ৫ উইকেটে। জয় এসেছে ১১.২ ওভারে। ২৩৫ বল বাকি থাকতেই মুখে হাসি।
যুব এশিয়া কাপ ক্রিকেটের গ্রুপ ‘বি’ তে হংকংয়ের বিপক্ষে জয়ে নিজেদের কাজটা শেষ করে ফেলল বাংলাদেশ। পাকিস্তানের কাছে শ্রীলঙ্কা হারলেই বাংলাদেশ চলে যাবে সেমিতে। পাকিস্তান জিতলেও দুই দলের পয়েন্ট সমান হয়ে যাবে। দখন সেমিফাইনালের জন্য হিসেব করা হবে নেট রান রেট।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে মঙ্গলবার টস জিতে হংকংকে আগে ব্যাটিংয়ের পাঠান বাংলাদেশ অধিনায়ক তৌহিদ হৃদয়। তারপর টাইগার বোলাররা ৪৬.৫ ওভারে ৯১ রানে অলআউট করে হংকংকে। তারপর ১১.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে দল।
হংকংয়ের ব্যাটসম্যানদের দাঁড়াতেই দেয়নি বাংলাদেশ। তাদের ৭ ব্যাটসম্যান যেতে পারেন নি দুই অংকের স্কোরে। রিশাদ হোসেন ৭.৫ ওভারে ১১ রান দিয়ে নেন ৩ উইকেট। মৃত্যঞ্জয় চৌধুরি ও রাকিবুল হাসান পান দুটি করে উইকেট।
জবাব দিতে নেমে তাড়াহুড়োতেই চারটা উইকেট হারিয়েছে জুনিয়র টাইগাররা। তবে স্বস্তি এটাই রান রেট ঠিক রেখেই মাঠ ছেড়েছে দল।
সংক্ষিপ্ত স্কোর
হংকং অনুর্ধ্ব-১৯দল: ৯১/১০ (৪৬.৫ ওভারে, কল্যান ১৬, গোরাওয়ারা ১৬, কবির সোধী ১৩, রিশাদ ৩/১১, মৃত্যুঞ্জয় ২/১৬, রকিবুল ২/১৭)।
বাংলাদেশ অনুর্ধ্ব-১৯দল: ৯২/৫ (১১.২ ওভারে, আকবর ২৫, মাহমুদুল ৩২*, নুসরুল্লাহ ৪/৩৯)।
ফল: বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে জয়ী।
Discussion about this post