ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আফগান ক্রিকেটে দুঃসংবাদ! সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত আফগানিস্তানের ক্রিকেটার নাজিব তারাকাই। হাসপাতালে চিকিৎসাধীন তিনি। জানা গেছে এই ওপেনার কোমায় রয়েছেন।
টুইটারে শনিবার আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানিয়েছে, নাজিবের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। ২৯ বছর বয়সী এই খেলোয়াড়ের দ্রুত সুস্থতা কামনা করেছে এসিবি।
গত শুক্রবার জালালাবাদ শহরে একটি প্রাইভেট কারের ধাক্কায় মারাত্মক আহত হয়েছেন নাজিব। নানগারহারের একটি হাসপাতালে অস্ত্রোপচার করা হলেও জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন তিনি।
আফগানিস্তান জাতীয় দলে তার অভিষেক ২০১৪ সালে। টি-টুয়েন্টি দিয়ে শুরু। এ পর্যন্ত দেশের হয়ে এক ওয়ানডে ও ১২ টি-টুয়েন্টি খেলেছেন। বাংলাদেশের বিপক্ষে, ২০১৯ সালের সেপ্টেম্বরে মাঠে দেখা গেছে এই ওপেনারকে।
Discussion about this post