ক্যারিয়ারের শুরু থেকেই ব্যাট হাতে দাপট দেখিয়ে যাচ্ছেন তিনি। সময়ের পথ ধরেই তাইতো সেরাদের কাতারেও উঠে গেছেন হাশিম আমলা। বাংলাদেশের বোলারদেরও বেশ ভোগাচ্ছেন তিনি। প্রথম টেস্টে শতরান তুলে নিয়েছিলেন আমলা। এবার দ্বিতীয় টেস্টেও দেখা পেলেন তিন অঙ্কের ম্যাজিকেল ফিগারের। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে শনিবার ১১৩ বল খেলে ক্যারিয়ারের ২৮তম সেঞ্চুরিটি তুলে নেন তিনি।
এই শতরানে তিনি ছাড়িয়ে গেলেন স্বদেশী গ্রায়েম স্মিথকে। দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়কের টেস্টে সেঞ্চুরির সংখ্যা ২৭। শেষ পর্যন্ত আমলা ১৬৩ বলে ১৩২ রান করে শুভাশিষ রায়ের বলে আউট হয়ে ধরেন সাজঘরের পথ।
দক্ষিণ আফ্রিকার হয়ে তার বেশি সেঞ্চুরি আছে শুধু জ্যাক ক্যালিসের, ৪৫টি। ১১৭ টেস্টে ২৭ সেঞ্চুরি ছিল স্মিথের। আমলা করলেন ১০৯ টেস্টে।
ম্যাচে তিনি একা নন, শতরান করেছেন মোট চার প্রোটিয়া ব্যাটসম্যান। দুই ওপেনার এইডেন মার্করাম-ডিন এলগারের পর আমলা-ফাফ ডু প্লেসিসের ব্যাটে শতরান। সব মিলিয়ে ৪ উইকেটে ৫৭৩ রান করে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। এরপর ব্যাট করতে নেমে শনিবার এ রিপোর্ট লেখার সময় ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মুখে টাইগাররা। ৬১ রান তুলতেই শেষ ৪ উইকেট।
Discussion about this post