আনুষ্ঠানিকভাবে বুধবার শ্রীলঙ্কার দায়িত্ব বুঝে পেয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। জানা গেল বাংলাদেশের মতো নিজ দেশের কোচ হয়েও পূর্ণ স্বাধীনতা পাচ্ছেন তিনি। এমন প্রতিশ্রুতিই দিয়েছেন লঙ্কান ক্রিকেট বোর্ড প্রধান থিলাঙ্গা সুমাথিপালা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে চুক্তি শেষের প্রায় আড়াই বছর আগে চুক্তি ছিন্ন করে লঙ্কানদের কোচ হলেন হাথুরু। বোর্ড কর্তা থিলাঙ্গা সুমাথিপালা জানালেন, ‘কোনো সন্দেহ নেই, বর্তমান বিশ্বের সেরা কোচদের একজন হাথুরু। আমরা প্রতিশ্রুতি দিতে চাই, সবক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা পাবেন তিনি।’
অবশ্য লঙ্কানদের কোচ পাল্টানোটা নতুন কিছু নয়। হাথুরুকে নিয়ে ২০১১ সাল থেকে এখন পর্যন্ত ১০ জন কোচ পরিবর্তন করেছে তারা। এর আগে স্বাধীনতার অভাবে লঙ্কান কোচের পদ থেকে সরে দাঁড়ান গ্রাহাম ফোর্ড। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড সভাপতি সুমাথিপালা বলেন, ‘আমরা বিশ্বাস করি হাথুরুর তার দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। তবে আমরা এটাই আশা করব, সময়ে সময়ে তিনি আমাদের প্রশ্নের জবাব দেবেন। এজন্য তিনি পূর্ণ স্বাধীনতা পাবেন। এ নিয়ে কোনো সন্দেহ নেই।’
আসছে জানুয়ারিতে বাংলাদেশ সফর দিয়ে শ্রীলঙ্কার কোচ হিসেবে যাত্রা শুরু হবে হাথুরুর। নিজের প্রথম পরীক্ষায় পুরনো শিষ্যদের বিপক্ষে যেকোনো ভাবেই জিততে চাইবেন তিনি।
Discussion about this post