ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অনেক আলোচনার পর অবশেষে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে জোফরা আর্চারের। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এই অলরাউন্ডারকে ঘোষণা করেছে ১৫ সদস্যের চূড়ান্ত দল। বিশ্বকাপ প্রাথমিক স্কোয়াডে না থাকলেও মূল দলে জায়গা পেলেন তিনি। ডেভিড উইলির জায়গা নেওয়া হয়েছে আর্চারকে।
ক্যারিয়ারটা অবশ্য তেমন দীর্ঘ নয় তার। মাত্র তিনটি ওয়ানডে খেলে ৩ উইকেট নিয়ে বিশ্বকাপের ময়দানে জোফরা আর্চার। ফ্ল্যাট উইকেটেও ঘণ্টায় ৯০ মাইলের ওপরে বল করতে পারেন তিনি। ২৪ বছর বয়সী আর্চারের বাবা ব্রিটেনের। ব্রিটিশ পাসপোর্টও রয়েছে তার। অভিবাসন আইনে পরিবর্তন করায় ইংল্যান্ডের হয়েও খেলার সুযোগ পেয়েছেন তিনি।
ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আছেন স্পিন অলরাউন্ডার লিয়াম ডসন। প্রাথমিক দলে থাকা উইলির পাশাপাশি নেই জো ডেনলিও। নিষেধাজ্ঞার কারণে নেই অ্যালেক্স হেলস। ড্রাট টেস্টে পজেটিভ হয়ে দল থেকে বাদ পড়েছেন হেলস।
৩০ মে শুরু হবে শুরু হবে স্বাগতিক ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযান। উদ্বোধনী ম্যাচেই দক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়বে তারা।
ইংল্যান্ড বিশ্বকাপ দল-
এউইন মরগান (অধিনায়ক), মঈন আলি, জোফরা আর্চার, জনি বেয়ারস্টো, জস বাটলার, টম কারেন, লিয়াম ডসন, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, জেমস ভিন্স, মার্ক উড ও ক্রিস ওকস।
Discussion about this post