ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
প্রস্তুতির কোন ঘাটতিই নেই। গত দুই বছর ধরেই বিশ্বকাপের জন্য নিজেদের তৈরি করেছেন তরুণ ক্রিকেটাররা। খেলেছেন ৬০টি ওয়ানডে ম্যাচ। সেই অভিজ্ঞতা নিয়েই বিশ্বকাপ খেলতে দক্ষিণ আফ্রিকা গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শুক্রবার সন্ধ্যা ৬টা ৪০মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে টাইগার যুবাদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট।
তার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অধিনায়ক আকবর আলি আত্মবিশ্বাসী কথাই শোনালেন।
আকবর আলি বলেন, ‘বগুড়ায় আমরা তিন সপ্তাহের ক্যাম্প করেছি। সেখানে ঘাসের উইকেটে অনুশীলন করেছি। মূল টুর্নামেন্ট শুরুর আগে আমরা প্রায় দুই সপ্তাহের একটা ক্যাম্প করব। আশা করছি, সেটা আমাদের জন্য যথেষ্ট প্রস্তুতি নিতে সহায়তা করবে। আমরা বিশ্বাস করি, দলের জন্য ভালো কিছু নিয়ে ফিরতে পারব। আমাদের দলটা ফাইনালেও যেতে পারে বলে বিশ্বাস করি। আশা করি, আমরা খুব ভালো কিছু করব।”
এবারের বিশ্বকাপে ‘সি’ গ্রুপে বাংলাদেশের তিন প্রতিপক্ষ পাকিস্তান, জিম্বাবুয়ে ও স্কটল্যান্ড। এরমধ্যে ১৩ জানুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে থম অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ। ১৫ জানুয়ারি দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ হবে নিউজিল্যান্ড।
বিশ্বকাপে প্রথম ম্যাচে ১৮ জানুয়ারি জিম্বাবুয়ের সঙ্গে লড়াই বাংলাদেশের। ২১ জানুয়ারি প্রতিপক্ষ স্কটল্যান্ড। ২৪ জানুয়ারি লড়াই পাকিস্তানের সঙ্গে। তিনটি ম্যাচ পচেফস্ট্রুমে।
১৭ জানুয়ারি শুরু হয়ে টুর্নামেন্ট ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মাঠের লড়াই।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
আকবর আলী (উইকেটরক্ষক, অধিনায়ক), তৌহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, প্রান্তিক নওরোজ, মাহমুদুল হাসান, শাহাদাত হোসেন, শামীম হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজিম হাসান, অভিষেক দাস, শরিফুল ইসলাম, শাহিন আলম, রকিবুল হাসান, হাসান মুরাদ।
অপেক্ষমান: অমিত হাসান, মেহরাব হাসান, আশরাফুল ইসলাম, মিনহাজুর রহমান, রুবেল মিয়া, আসাদউল্লাহ গালিব।
Discussion about this post