স্বপ্নের টেস্ট ক্রিকেট থেকে আর এক কদম দুরে দাঁড়িয়ে তিনি। এমনই মাঠে ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলতে নামছেন যা ফাস্ট বোলারদের জন্য স্বপ্নের মঞ্চ! নিউজিল্যান্ডের বেসিন রিজার্ভ। এখানেই বৃহস্পতিবার তাসকিনের মাথায় উঠবে টেস্ট ক্যাপ। ২১ বছর বয়সী এই পেসার নাম লেখাবেন টেস্টের অভিজাত জগতে। তার আগে বলছিলেন, ‘টেস্ট ক্রিকেটে অভিষেক হলে সেটি হবে স্বপ্ন পূরণের অনন্য অভিজ্ঞতা। সুযোগ পেলে অবশ্যই নিজের সেরাটা দেব।’
আন্তর্জাতিক অভিষেকের প্রায় তিনবছর পর টেস্ট খেলতে যাচ্ছেন বাংলাদেশের এই পেসার। এর আগে ২৩ ওয়ানডে ও ১৪ টি-টুয়েন্টি ম্যাচে দাপটে বল করেছেন তিনি। এবার সবুজ ঘাসে মোড়ানো পিচে টেস্ট অভিষেক! নিউজিল্যান্ডের সঙ্গে লড়াইয়ের আগে দারুণ আত্মবিশ্বাসী তাসকিন।
মঙ্গলবার সেই অনুভূতির কথা লুকোতে ভুলেন নি তিনি। তাসকিন জানান, ‘নিউজিল্যান্ডে অভিষেক হবে এজন্য দারুণ খুশি আমি । এখানে উইকেটে হয়তো বাড়তি কিছুটা সাহায্য পাবো।’
সবুজ উইকেট দেখেই এতোটা খুশি ২১ বছর বয়সী এই পেসার। বললেন, ‘শুধু আমি নই। উইকেট দেখে অন্য বোলাররা বেশ খুশি। আমি এখানে বল করার জন্য প্রস্তুত হয়ে আছি। আশা করছি এখানে বোলিং উপভোগ করব।’
সিরিজের প্রথম টেস্টে তাসকিনের পাশাপাশি একাদশে দেখা যেতে পারে রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি ও শুভাশীষ রায়কেও। এর আগে ওয়ানডে এবং টি-টুয়েন্টি সিরিজের অভিজ্ঞতা ভাল নয় বাংলাদেশের। সেখানে দুটোতেই হোয়াইটওয়াশ। এবার সেই ব্যর্থতা কাটিয়ে উঠতে চায় মুশফিকুর রহীমের দল।
Discussion about this post