হঠাৎ করেই দক্ষিণ এশিয়ার রাজনৈতিক উত্তেজনার ছায়া এবার পড়েছে ক্রিকেট মাঠে। চলতি বছরের আগস্টে তিন ম্যাচের ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসার কথা ছিল ভারতের। কিন্তু এই সময়ের নিরাপত্তা পরিস্থিতিতে সেই সফর অনিশ্চয়তার মুখে পড়েছে। একইসঙ্গে হুমকির মুখে পড়েছে সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়া কাপ।
ভারতের প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, দেশটির ক্রিকেট বোর্ড এরইমধ্যে বাংলাদেশ সফর এবং এশিয়া কাপে অংশ না নেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে। বিকল্প হিসেবে ওই সময়েই স্থগিত হওয়া আইপিএলের বাকি ম্যাচগুলো আয়োজন করার কথা ভাবছে।
আইপিএলের ১৮তম আসর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সামরিক উত্তেজনা দেশজুড়ে নিরাপত্তা শঙ্কা বাড়িয়েছে। কাশ্মীরে বন্দুকধারীদের হামলার জবাবে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা ও পাকিস্তানের পাল্টা পদক্ষেপের সম্ভাবনা এ অঞ্চলের ক্রীড়াঙ্গনকে গভীরভাবে নাড়া দিয়েছে।
এমন অস্থিরতার বাস্তব উদাহরণ মিলেছে বৃহস্পতিবার ধর্মশালায়। পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ চলাকালীন হঠাৎ স্টেডিয়ামের ফ্লাডলাইট বন্ধ হয়ে যায়। নিরাপত্তা উদ্বেগের কারণে ম্যাচটি তাৎক্ষণিকভাবে বন্ধ ঘোষণা করা হয়। সেই সময় ভারতের পশ্চিম সীমান্তে একাধিক হামলা চালায় পাকিস্তান। ধর্মশালার ঘটনার পর খেলোয়াড়দের মধ্যে আতঙ্ক তৈরি হয় এবং রাতেই তারা শহর ছাড়েন।
Discussion about this post