কঠিন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন মাশরাফি বিন মতুর্জা। আসলে প্রিয়জনরা যখন অসুস্থ থাকেন তখন কী আর কিছু ভাল লাগে। স্ত্রী সুমনা হকের অসুস্থতার খবর শুনেই চটজলদি ইংল্যান্ড থেকে দেশে ফিরে আসেন তিনি। এরপর দুই সন্তানও অসুস্থ হয়ে পড়লে দিশেহারা হয়ে পড়েন টাইগারদের ওয়ানডে অধিনায়ক।
সেই প্রিয় মানুষেরা সুস্থ হয়ে উঠার আগেই অবশ্য ফের লন্ডনের বিমানে উঠতে হচ্ছে ম্যাশকে। সবকিছু ঠিক থাকলে রাতেই ধরবেন যুক্তরাজ্যের ফ্লাইট। যোগ দেবেন দলের সঙ্গে। যেখানে প্রথমে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্ট। তারপর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াই।
অসুস্থ স্ত্রীর পাশে থাকতে গত ৩০ এপ্রিল ইংল্যান্ড থেকে দেশে চলে অাসেন মাশরাফি। তারপরই তার ছেলে সাহেল প্রচণ্ড জ্বরে আক্রান্ত হন। দুঃসময় যখন আসে তখন বুঝি চারদিক থেকেই আসে। মেয়ে হুমায়রার চোখের পুরোনো দেখা দেয়। সব কিছু সামাল দিয়ে শনিবারই দেশের প্রয়োজনে বিমানে উঠলেন এই তারকা ক্রিকেটার। সত্যিকারের দেশপ্রেমিক আসলে একেই বলে!
দেশে ফেরায় সাসেক্সে ক্যাম্পে দুটি প্রস্তুতি ম্যাচ খেলা হয়নি মাশরাফির। এবার সরাসরি আয়ারল্যান্ডে বেলফাস্টে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।আসছে ১২ মে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শুরু। যেখানে স্বাগতিকরা ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
Discussion about this post