নতুন অভিযোগে আরো কোনাঠাসা হয়ে পড়লেন মোহাম্মদ সামি। কে জানে হয়তো একের পর এক ধাক্কায় ক্যারিয়ারটাই শেষ হয়ে যেতে পারে মোহাম্মদ শামির। স্ত্রী হাসিন জাহান কিছুতেই স্বস্তি দিচ্ছেন না ভারতীয় এই পেস বোলারকে। শুরুতে শামির বিরুদ্ধে পরকীয়াসহ নানা অভিযোগ এনে মামলা করেন হাসিন। এরপর ম্যাচ পাতানোর কলঙ্কের কথা জানান। যদিও সব অভিযোগ পেছনে ফেলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দেখা গিয়েছিল তাকে। এবার মোহাম্মদ শামির বয়স লুকানোর একটি প্রমাণপত্র হাজির করেছেন হাসিন।
জানান, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে ভুর তথ্য দিয়ে এই পেসার দলে জায়গা করে নিয়েছেন। বর্তমান রেকর্ড অনুযায়ী শামির জন্ম ১৯৯০ সালে। কিন্তু তার স্ত্রী হাসিন শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ড্রাইভিং লাইসেন্সের একটি কপি আপলোড করেছেন। যেখানে দেখা যাচ্ছে ভারতীয় ক্রিকেট তারকা শামির জন্ম সাল ১৯৮২। বয়স লুকিয়ে শামি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) আর ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) আর ইউপি সরকারকে বোকা বানিয়েছেন বলে জানান হাসিন।
যদিও হাসিনের এমন অভিযোগ ভক্তরা এখন আর আমলে নিতে চাইছেন না। কারণ ম্যাচ ফিক্সিংয়ের প্রমাণ পাওয়া যায়নি বলে শামিকে চুক্তিতে ফিরিয়েছে বিসিসিআই। আবার দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে আইপিএলে কয়েকটি ম্যাচও খেলেন এ পেসার।
তবে পুলিশি হাজিরায় দলের থেকে আলাদা হতে হয়েছে শামিকে। এ কারণে এখন আইপিএলে অনুপস্থিত।
Discussion about this post