সবার আগে পরিবার। তাইতো বাংলাদেশ থেকে চাকরি পাঠ থামিয়ে চলে যাচ্ছেন তিনি। অসুস্থ স্ত্রীর পাশে থাকতে পদত্যাগ করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) রিহ্যাব সেন্টারের প্রধান ফিজিও জুলিয়ান ক্যালেফাতো। রোববার নিশ্চিত হয়েছে এই খবর। ক্যালেফাতোর স্ত্রী ক্যানসারে আক্রান্ত। তাকে সময় দিতেই ছুটে যাচ্ছেন ইতালিয়ান বংশোদ্ভূত এই দক্ষিণ আফ্রিকান ফিজিও।
রোববার জানা গেল-ক্যানসার নতুন করে বাসা বেঁধেছে জুলিয়ানের স্ত্রীর শরীরে। এ কারণেই অনিচ্ছা সত্ত্বেও চাকরি ছাড়তে বাধ্য হলেন তিনি। ইতালিয়ান বংশোদ্ভুত এই দক্ষিণ আফ্রিকান বিসিবির সঙ্গে যুক্ত হন ২০১৯ সাল থেকে। এ বছরের জানুয়ারিতে দায়িত্ব নেন দ্বিতীয় মেয়াদে। জাতীয় দলের ফিজিওথেরাপিস্ট হিসাবে কাজ করেছেন তিনি।
ক্রিকেটারদের ইনজুরিতে সহায়তা করার জন্য গঠন করা হয় ‘রিহ্যাব সেন্টার’। সেখানে এই জুন মাসের শেষ দিনেই বিসিবির সঙ্গে জুলিয়ানের সম্পর্ক শেষ হবে। এরপরই তিনি স্ত্রীর কাছে যুক্তরাজ্যে চলে যাবেন। ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত জাতীয় দলের ফিজিও হিসেবে কাজ করেন ক্যালেফাতো। দুই বছর চুক্তির পর ছেড়ে দেয় বিসিবি। পরবর্তীতে কাউন্টি দল ডার্বিশায়ারে যোগ দিয়ে এক বছর সেখানে কাজ করেন।
দুই মেয়াদে প্রায় আড়াই বছরের মতো বাংলাদেশ দলের সঙ্গে কাজ করেছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে ক্যালেফাতোকে তার অবদানের জন্য ধন্যবাদ জানিয়েছে বিসিবি। ক্যালেফাতোর স্থলাষিভিক্ত কে হবেন এটি এখনও নিশ্চিত নয়। পুনর্বাসন কেন্দ্রের জন্য নতুন কাউকে খোঁজা হচ্ছে।
Discussion about this post