তার ব্যক্তিগত জীবনটার গল্পটা বারবারই উঠে এসেছে আলোচনায়। অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপীর প্রেম তারপর ভাঙ্গন। সব মিলিয়ে জেল হাজতেও যেতে হয়েছে রুবেল হোসেনকে। জীবনের সেই অন্ধকার অধ্যায় শেষে এখন বিয়ে করে সংসার করছেন জাতীয় দলের এই তারকা ক্রিকেটার। ২০১৬ সালের মার্চে পরিবারের পছন্দের পাত্রীর সঙ্গে বিয়ের করেছেন তিনি। দুই বছরেরও বেশি সময় পর স্ত্রীকে নিয়ে রুবেল হোসেন প্রথম ছবি পোস্ট করলেন ফেসবুকে।
শনিবার সকালে ফেসবুকে স্ত্রী ইসরাত জাহান দোলাকে নিয়ে দুটি সেলফি তুলে পোস্ট করেন রুবেল। ক্যাপশনে লিখেন, ‘আমার স্ত্রী।’
এর আগে ২০১৪ সালে অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপির সঙ্গে জড়িয়ে বেশ সমালোচিত হন রুবেল। সেই বছরই ১৩ ডিসেম্বর রাজধানীর মিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে হ্যাপি বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মামলা করেন। এরপর দুদিন কারাগারেও থাকতে হয়েছিল এই পেসারকে। পরে জামিনে মুক্তি পেয়ে অস্ট্রেলিয়া বিশ্বকাপে খেলার সুযোগ পান রুবেল।
জাতীয় দলের এই ক্রিকেটার এখন আছেন মাঠের বাইরে। অসুস্থতার কারণে বিসিএলে খেলতে পারেননি। এখন বাগেরহাটে পরিবারের সঙ্গেই সময়টা কাটিয়েছেন। এ পেসার জানালেন কিছুদিনের মধ্যেই নিজ উদ্যোগে ফিটনেস ট্রেনিং শুরু করে দেবেন।
Discussion about this post