আগের দিন রাতেই ঢাকা ছেড়েছিলেন সাকিব আল হাসান। ভিসা জটিলতায় তার সঙ্গে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিশনে তখন দেশ ছাড়া হয়নি মুস্তাফিজুর রহমানের। তবে একদিন পরই সংযুক্ত আরব আমিরাতে উড়াল দিলেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার।
মঙ্গলবার রাত ১টা ৪০ মিনিটে এমিরেটসের ইকে-৫৮৫ ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন মুস্তাফিজ। এবারের আইপিএল মিশনেও তার স্ত্রী আছেন পাশে।
এবারের আইপিএলের প্রথম পর্বে দুর্দান্ত খেলেছেন মুস্তাফিজ। নতুন দল রাজস্থানের হয়ে এই বাঁহাতি পেসার ৭ ম্যাচ উইকেট নেন ৮টি। বোলিংয়ে দারুণ কিপটেও ছিলেন তিনি। এরপর দেশে ফিরেও বল হাতে পেয়েছেন সাফল্য। সেই ছন্দ নিয়ে ফের গেলেন আইপিএল মিশনে।
ভারতের এই ফ্রাঞ্চাইজি লিগের ১৪তম আসরের দ্বিতীয় পর্ব শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর। গত এপ্রিল মাসে ভারতে শুরু হয় এই ক্রিকেট লিগ। তবে করোনাভাইরাসের প্রকোপে মাঝপথেই বন্ধ হয়ে যায় টুর্নামেন্ট। এবার আইপিএলের বাকি অংশ হবে সংযুক্ত আরব আমিরাতে। এখানে অংশ নিতে রোববার মধ্যরাতে দেশ ছাড়েন সাকিব। যিনি খেলছেন কলকাতা নাই রাইডার্সে। স্থগিত হওয়া আইপিএলে সাকিব অবশ্য ফ্লপ। তিন ম্যাচে সুযোগ পেয়ে ব্যাট হাতে করেন ৩৮ রান। বল হাতে নিয়েছেন ২ উইকেট।
Discussion about this post