ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নিয়োমিত অধিনায়ক ছুটিতে থাকায় ইংল্যান্ডকে সাউদাম্পটন টেস্টে প্রথমবার নেতৃত্ব দেন বেন স্টোকস। ব্যাটে-বলে দারুণ সফল ছিলেন তিনি। কিন্তু তিনি পেয়েছেন হারের তিক্ত স্বাদ। আর তাই এ অলরাউন্ডার এখন বুঝতে পারছেন, কেন অধিনায়ককে ঘুমহীন রাত কাটাতে হয়!
সাউদাম্পটন টেস্টে ব্যাট হাতে দুই ইনিংস মিলিয়ে ৮৯ রান আর বল হাতে ৬ উইকেট শিকার করেন স্টোকস। কিন্তু নেতৃত্ব দেওয়ার কাজটা ঠিকমতো পালন করতে পারেননি এ অলরাউন্ডার। এ ব্যাপারে তিনি বলেন, ‘কাল রাতে (টেস্টের শেষদিনের আগের রাতে) একফোঁটা ঘুমাতে পারিনি। দল ভালো অবস্থায় ছিল না। জানতাম, এখান থেকে ম্যাচ বের করে আনা খুব কঠিন হবে। আমি এখন বুঝতে পারছি কেন অধিনায়করা ম্যাচ চলাকালীন ঘুমাতে পারেনা।’
ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে ২০০৩ সালের পর প্রথম টেস্টে হারের বাজে রেকর্ড গড়েছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই পেস অলরাউন্ডার। দ্বিতীয় টেস্টেই ফিরছেন ইংল্যান্ডের নিয়মিত টেস্ট অধিনায়ক জো রুট। বেন স্টোকস তাই খুশি। কারণ তার আর কঠিন কঠিন সিদ্ধান্ত নেওয়া লাগবে না। সহ-অধিনায়ক ক্টোকস শুভকামনাও জানিয়েছেন জো রুটকে, ‘রুট এ মূহুর্তে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। দলে ওকে খুব দরকার। আর ক্যাপ্টেন্সিতে তো বটেই। ও তাড়াতাড়ি ফিরুক এটাই আমি চাই। বেস্ট অব লাক জো।’
Discussion about this post