ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
হেডিংলিতে তার খেলা ইনিংসের রেশ যেন শেষই হচ্ছে না! প্রশংসায় ভেসে যাচ্ছেন। এবার তাকে নিয়ে উচ্ছ্বসিত সতীর্থ মঈন আলি বেন স্টোকসকে সর্বকালের সেরার আসনে বসিয়ে দিয়েছেন তিনি। অ্যাশেজের তৃতীয় টেস্টের চতুর্থ ইনিংসে দশম উইকেটে জ্যাক লিচকে সঙ্গে নিয়ে ৭৬ রানের জুটি অবিচ্ছিন্ন জুটি গড়ে চমকে দেন স্টোকস। টেস্ট ক্রিকেট ইতিহাসে শেষ উইকেটে এ দ্বিতীয় সর্বোচ্চ জুটি। শুধু তাই নয় এ বাঁহাতি খেলেন অপরাজিত ১৩৫ রানের ‘অতিমানবিক’ ইনিংস।দল জেতে জিতে যায় ১ উইকেটে।
স্টোকসের সেই ইনিংস প্রশংসা করে চেলসি কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ড নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লেখেন, ‘খেলার জগতে আমার দেখা অন্যতম সেরা ব্যাক্তিগত পারফরম্যান্স।’ মঈন লেখেন, ‘স্টোকস শুধু আমার দেখা সেরা খেলোয়াড়ই নয়, আমার মতে ইংল্যান্ডের সর্বকালের সেরা অলরাউন্ডারও।’
মঈন আরও বলেছেন, ‘স্টোকসের নিজেকে আরও উন্নত করার খিদে এবং দিনের পর দিন করা অক্লান্ত পরিশ্রমই ওকে সকলের থেকে আলাদা করেছে। আমি ওকে বহু দিন ধরে চিনি। ক্রিকেটে ওর জার্নিটা আমি খুব কাছ থেকে দেখেছি। তাই এই পর্যায়ে পৌঁছনোর জন্য ওকে কতটা পরিশ্রম করতে হয়েছে সেটা আমি জানি।’
এই সাফল্যে আইসিসি র্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকায় দু’নম্বরে চলে এসেছেন স্টোকস। পেছনে ফেললেন সাকিব আল হাসানকে।
Discussion about this post