মনে হচ্ছিল শেষ দিনে জমে উঠতে পারে গল টেস্ট। কিন্তু পঞ্চম দিনে রোববার রোমাঞ্চ বলে কিছুই থাকল না। দক্ষিণ আফ্রিকার দেওয়া চ্যালেঞ্জটা নিতে পারল না শ্রীলঙ্কা। উল্টো ভরাডুবি হল তাদের। দুই পেস বোলার ডেল স্টেইন এবং মর্নে মরকেলের দুর্দান্ত বোলিংয়ের সামনে পড়ে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস শেষ ২১৬ রানে।
এর অর্থ গল টেস্ট ১৫৩ রানের জিতল দক্ষিণ আফ্রিকা। জয় দিয়েই অধিনায়কত্বের যাত্রা হল হাশিম আমলার। ২ ম্যাচ টেস্ট সিরিজ সফরকারীরা এগিয়ে গেল ১-০ ব্যবধানে।
দক্ষিণ আফ্রিকা রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। জিততে লঙ্কানদের লক্ষ্য দাড়ায় ৩৭০ রান। এর মধ্যে আগের দিন ১ উইকেটে ১১০ রান নিয়ে খেলা শুরু করে দল। মনে হচ্ছিল ম্যাচ বুঝি শেষ বেলায় নাটকীয়তা পাবে। কেননা শেষ দিনে জিততে স্বাগতিকদের চাই ২৬০ রান। হাতে ৯ উইকেট।
কিন্তু রোববার সেই দলটাই ২১৬ রানে অলআউট। ৭৬ রান কুমার সাঙ্গাকারার ব্যাটে।
দুই ইনিংসে ৯৯ রানে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা স্টেইন।
সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৪ জুলাই, কলম্বোতে।
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণ আফ্রিকা: ১ম ইনিংসে ৪৫৫/৯ ডিক্লে. (এলগার ১০৩, ডুমিনি ১০০*, ডি কক ৫১; পেরেরা ৪/১৬২) এবং ২য় ইনিংসে ২০৬/৬ ডিক্লে. (ডি ভিলিয়ার্স ৫১, দু প্লেসি ৩৭; পেরেরা ৪/৭৯)
শ্রীলঙ্কা: ১ম ইনিংসে ২৯২/১০ (ম্যাথুস ৮৯, থারাঙ্গা ৮৩; স্টেইন ৫/৫৪) ও ২য় ইনিংসে ২১৬ (থারাঙ্গা ১৪, সিলভা ৩৮, সাঙ্গাকারা ৭৬, ম্যাথিউস ২৭*; মরকেল ৪/২৯, স্টেইন ৪/৪৫)
ফল: দক্ষিণ আফ্রিকা ১৫৩ রানে জয়ী
ম্যাচসেরা: ডেল স্টেইন
Discussion about this post