বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে এক ইনিংসে ৪০০ রানের মাইলফলক ছুঁয়েছেন মুস্তাকিম হাওলাদার। ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের এই তরুণ ব্যাটার সেন্ট গ্রেগরিস স্কুলের বিপক্ষে ১৭০ বলে ৪০৪ রান করে অপরাজিত থাকেন। ওয়ানডে ফরম্যাটের ম্যাচে এমন কীর্তি নজিরবিহীন!
মুস্তাকিমের রেকর্ডব্রেকিং ইনিংস
# ১৭০ বলে অপরাজিত ৪০৪ রান
# ৫০টি চার ও ২২টি ছক্কা
# ব্যাটিং করেছেন ৪ ঘণ্টা ২০ মিনিট
# বাংলাদেশের স্বীকৃত পর্যায়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস
এই অসাধারণ ইনিংসের দিনে মুস্তাকিমের সঙ্গে অধিনায়ক সাদ পারভেজও ডাবল সেঞ্চুরি করেন। তিনি ১২৪ বলে ২৫৬ রান (৩২ চার, ১৩ ছক্কা) করে অপরাজিত থাকেন।
মুস্তাকিম ও সাদের বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ২ উইকেটে ৭৭০ রানের বিশাল স্কোর গড়ে ক্যামব্রিয়ান স্কুল। বিশেষ করে তৃতীয় উইকেটে ৬৯৯ রানের জুটি গড়েন তারা, যা বাংলাদেশের যেকোনো পর্যায়ের ক্রিকেটে বিরল ঘটনা।
লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৩২ রানেই গুটিয়ে যায় সেন্ট গ্রেগরিস স্কুল। সর্বোচ্চ অপরাজিত ১০ রান করেন শেষ ব্যাটার অপূর্ব বাড়োই। ৭ জন ব্যাটারই ডাক মারেন
হাসান হৃদয় ৬ উইকেট নেন, অধিনায়ক সাদ পারভেজ নেন ৪ উইকেট। ৭৩৮ রানের বিশাল জয় পায় ক্যামব্রিয়ান।
এর আগে বাংলাদেশের স্বীকৃত ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল তামিম ইকবালের ২০২০ সালে করা ৩৩৪ রান। এবার মুস্তাকিম ৪০৪ রানের ইনিংস খেলে সেই রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছে গেলেন।
Discussion about this post