আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পা রেখেছে দল। খেলে ফেলেছে তিনটি ম্যাচ। কিন্তু রানে ফিরতে পারেন নি দলের দুই নির্ভরযোগ্য ক্রিকেটার। সৌম্য সরকার ও সাব্বির রহমান রহমানের ব্যাট কিছুতেই কথা বলছে না। ব্যাপারটা ভক্তদের পাশাপাশি ভাবিয়ে তুলেছে টিম ম্যানেজম্যান্টকেও। কিন্তু এমন দুঃসময়ে দুই সতীর্থের পাশেই আছেন মাশরাফি বিন মতুর্জা। অধিনায়কের মতো দিয়ে যাচ্ছেন সাহস।
মাশরাফি জানিয়ে দিলেন, ‘এই টুর্নামেন্টটা তরুণদের জন্য শিক্ষণীয়। এটা তাদের কাছে একেবারে নতুন এক কন্ডিশন। আমি চাইব, তারা যেন খেলা উপভোগ করে এবং যতদূর সম্ভব শিখে নেয়। দুই বছর পর বিশ্বকাপের আসরে এই কন্ডিশনেই তারা খেলবে। এবারের আসরটি তাদের প্রস্তুত হতে সাহায্য করবে।’
মাশরাফির বিশ্বাস, এই অভিজ্ঞতা থেকে ভবিষ্যতে ইংলিশ কন্ডিশনের সঙ্গে হয়তো পুরোপুরি খাপ খাইয়ে নিতে পারবেন তরুণ ক্রিকেটাররা।
২৪, ৮ ও ৮ গ্রুপপর্বের তিন ম্যাচে সাব্বিরের ব্যাটিং পরিসংখ্যান। সৌম্য সরকারের তিন ম্যাচে করেন যথাক্রমে ২৮, ৩ ও ৩। বৃহস্পতিবার সেমিফাইনালে ভারতের বিপক্ষে লড়াই বাংলাদেশের। কে জানে সেই ম্যাচেই চমক দেখাতে পারেন এই দুই ব্যাটসম্যান।
Discussion about this post