ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ফাইনালের আমেজ ছিল ম্যাচে। যে দল জিতবে সিরিজ তাদেরই। ঠিক এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে লক্ষ্যটা বেশ বড়সড় ছিল বাংলাদেশের সামনে। কিন্তু ব্যাটসম্যানদের দৃঢ়তায় ঠিক এই কাজটিই করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে টি-টুয়েন্টি সিরিজও জিতল বাংলাদেশ।
নিজেদের টি-টুয়েন্টি ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে রোববার জয়ের রেকর্ড গড়ছে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে আগে ব্যাটিং করে জিম্বাবুয়ে ৫ উইকেটে ১৯৩ রান করে। জবাবে ৪ বল হাতে রেখে ৫ উইকেটের জয়ের জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় মাহমুদউল্লাহর দল।
এর আগে শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফিতে ২১৫ রান করে জিতেছিল বাংলাদেশ। এবারও সেই একই দাপটে খেলে জয় তুলল বাংলাদেশ।
শামীম হোসেন পাটোয়ারী শেষ দিকে এসে ব্যাটে রান ফোয়ারা ছুটালেন। তার দারুণ ক্যামিওতে লক্ষ্য ছুঁয়ে ফেলল বাংলাদেশ ৪ বল বাকি রেখেই। ক্যারিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচে ১৫ বলে ৩১ রান করে অপরাজিত শামীম। আগের ম্যাচে করেন ১৩ বলে ২৯ রান।
১৫ বলে যখন দরকার ২৫ রান, ডিওন মায়ার্সের বলে শামীমের টানা তিন বাউন্ডারিতে ম্যাচটা সহজ করে দেন। শেষ ওভারে প্রয়োজন পড়ে ৫ রানের। শামীম প্রথম বলেই হাঁকালেন বাউন্ডারি। পরের বলে সিঙ্গেল নিয়ে মেতে উঠেন জয়ের আনন্দে।
তবে ম্যাচের সেরা সৌম্য সরকার। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ৬৮ রানের ইনিংস তিনিই সেরা। সিরিজসেরাও তিনি। সেই ছন্দ ফিরে পেলেন দিনি।
দ্বিপাক্ষিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের চতুর্থ সিরিজ জয় এটি। তিনটি জয়ই এসেছে দেশের বাইরে। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টুয়েন্টিতে এটি বাংলাদেশের তৃতীয় সিরিজ জয়। এর আগে পাঁচটি সিরিজের তিনটি ড্র হয়েছিল। দুটি জিতেছিল বাংলাদেশ।
২০১৩ সালের পর এবার জিম্বাবুয়ে সফরে যায় টাইগাররা। এবারের জিম্বাবুয়ে সফর মনে রাখার মতোই হলো বাংলাদেশের। একমাত্র টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবকটি জয়ের পর টি-টুয়েন্টি সিরিজও জিতল টাইগাররা।
সংক্ষিপ্ত স্কোর-
জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৯৩/৫ (মারুমানি ২৭, মাধেভেরে ৫৪, চাকাভা ৪৮, রাজা ০, মায়ার্স ২৩, বার্ল ৩১*, জঙ্গুয়ে ১*; তাসকিন ২-০-২৮-০, সাইফ ৪-০-৫০-০, শরিফুল ৪-০-২৭-১, সাকিব ৪-০-২৪-১, নাসুম ৩-০-৩৭-০, সৌম্য ৩-০-১৯-২)।
বাংলাদেশ: ১৯.২ ওভারে ১৯৪/৫ (নাঈম ৩, সৌম্য ৬৮, সাকিব ২৫, মাহমুদউল্লাহ ৩৪, আফিফ ১৪, শামীম ৩১*, সোহান ১*; রাজা ১-০-১৩-০, চাতারা ৪-০-২৭-০, মুজারাবানি ৪-০-২৭-২, মায়ার্স ৪-০-৪২-০, জঙ্গুয়ে ৩-০-৪২-২, মাসাকাদজা ৩.২-০-৩৭-১)।
ফল: বাংলাদেশ ৫ উইকেটে জয়ী
ম্যাচসেরা : সৌম্য সরকার
সিরিজ : বাংলাদেশ ৩ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজ ২-১ এ জয়ী
সিরিজসেরা: সৌম্য সরকার
Discussion about this post