ঢাকা প্রিমিয়ার লিগের সুপার সিক্সে জায়গা করে নেওয়ার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ম্যাচে আজ ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৭৭ রান করেছে সাইফ হাসানের দল।
রূপগঞ্জ এরই মধ্যে পাঁচটি ম্যাচ জিতে রেখেছে, সুপার লিগে খেলতে হলে এই ম্যাচেও জয় চাই তাদের। ব্যাটিংয়ে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি দলটির। ইনফর্ম ওপেনার তানজিদ হাসান তামিম মাত্র ৮ রানে ফিরেছেন সুমন খানের দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়ে।
এরপর সাইফ হাসানও থিতু হতে পারেননি। সোহাগ গাজীর বলে ক্যাচ তুলে দিয়ে ৩৯ বলে করেন মাত্র ১৫ রান। ওপেনিং ব্যর্থতার পর দলের হাল ধরেন দুই অভিজ্ঞ ব্যাটারসৌম্য সরকার ও মাহমুদুল হাসান জয়। তারা গড়েন ৯৭ রানের একটি গুরুত্বপূর্ণ জুটি।
ফর্মে ফেরা সৌম্য সরকার খেলেছেন ঝড়ো ইনিংস-৭৯ বলে ৮০ রান, যেখানে ছিল ৮টি চার ও ২টি ছক্কা। মাইশুকুর রহমানের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ইনিংসের ইতি টানেন তিনি।
একই সঙ্গে হাফসেঞ্চুরি তুলে নেন মাহমুদুল হাসান জয়। ৫৫ বলে ৫৯ রান করে বোল্ড হন জায়েদ উল্লাহর বলে। ইনিংসে ছিল ৫টি চারের সঙ্গে ৩টি ছক্কা। মাঝের ওভারগুলোতে দ্রুত উইকেট হারায় রূপগঞ্জ। দুই রান করে ফেরেন আফিফ হোসেন ধ্রুব, তাকেও ফেরান মাইশুকুর।
শেষদিকে দলকে ২৭০’র ঘরে যায় রান। যদিও বড় ইনিংস কেউ খেলতে পারেননি, তবুও রূপগঞ্জ গড়ে ফেলেছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্কোর। ব্রাদার্স ইউনিয়নের হয়ে বল হাতে ইয়াসিন আরাফাত মিশু নেন ৩ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন মাইশুকুর রহমান ও জায়েদ উল্লাহ।
Discussion about this post