ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সাকিব আল হাসান চোটে পড়ে দুইদিন আগেই ঢাকা টেস্ট থেকে ছিটকে গেছেন। সে সময় অবশ্য প্রধান নির্বাচক বলেছিলেন, আপাতত কাউকেই নেয়া হবে না। স্কোয়াডে যারা আছে তাদের মধ্যে থেকেই একজন খেলবেন। কিন্তু মঙ্গলবার হঠাৎ করেই সৌম্য সরকারকে দলে টানা হয়। স্বাভাবিকভাবেই বুধবার অধিনায়ক মুমিনুলের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল ব্যাপারটি নিয়ে। উত্তর এ বাঁহাতি জানিয়েছেন, পরিস্থিতির কারণেই এমন সিদ্ধান্ত।
১৮ সদস্যের স্কোয়াড নিয়ে আগে কখনোই টেস্ট সিরিজ খেলেনি বাংলাদেশ। দুই টেস্টের জন্য দল এত বড় হওয়ার পরও স্কোয়াডের বাইরে থেকে আনা হয়েছে সৌম্য সরকারকে। তাই প্রশ্ন উঠেছে খেলোয়াড়দের ওপর টিম ম্যানেজমেন্টের আস্থা নিয়ে। তবে মুমিনুল বলছেন ভিন্ন কথা, ‘মাঝেমধ্যে আসলে এমন পরিস্থিতি (সাকিবের চোট, সৌম্যর দলে নেয়া) হয়। ওই পরিস্থিতিতে অতীতে কী হয়েছিল সেটা নিয়ে চিন্তা না করে ওই পরিস্থিতি মানিয়ে নিতে কিছু কিছু সিদ্ধান্ত নিতে হয়। আমার মনে হয় ঐরকমভাবেই সিদ্ধান্তটা নিতে হবে।’
সাকিব না থাকায় বাংলাদেশ দলের এমন একজনের প্রয়োজন অনুভব হয়েছে যে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ভুমিকা রাখতে পারে। আর তাই সৌম্য দলে নিতে হয়েছে বলে জানিয়েছেন মুমিনুল, ‘সাকিব ভাইয়ের কারণে দুইটা খেলোয়াড় নিতে হবে। যে কারণে ব্যাটিং-বোলিং দুইটাই পারে এমন একজন খেলোয়াড় দরকার ছিল। তাই সৌম্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।’
সৌম্য এমন একজন ব্যাটসম্যান যেকোন পজিশনেই খেলতে পারেন। আবার যেকোন সময় পেস বল করতেও পারদর্শী তিনি। মিরপুর টেস্টে তার কাছ থেকে ঐ দুই বিভাগে ভালো সাপোর্টই আশা করছে টিম টাইগার্স। যে কারণে সাকিবের বিকল্প হিসেবে টিম ম্যানেজমেন্ট তাকেই দলে ভিড়িয়েছে।
Discussion about this post