বলা হচ্ছে নিউজিল্যান্ডে এটিই তার ক্যারিয়ারের শেষ ম্যাচ। সেই শেষ ম্যাচটি মোটেও স্মরণীয় হল না মাশরাফি বিন মর্তুজার। উল্টো ইনজুরির যন্ত্রনায় মাঠ ছাড়লেন।
সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে হাতে বল লেগে রঙীন পোশাকের অধিনায়কের বুড়ো আঙুল ভেঙ্গে গেছে। প্রাথমিকভাবে জানা গেছে- ৬ থেকে ৮ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।
ম্যাচের ১৮তম ওভারের দ্বিতীয় বলে ব্যাট চালিয়েছিলেন কিউই ব্যাটসম্যান কোরি অ্যান্ডারসন। আগুনে গতির সেই বল ডাইভ দিয়ে ফেরানোর চেষ্টা করেন ম্যাশ। তখনই প্রচণ্ড ব্যথা পান তিনি।
ফিজিও ডিন কনওয়ের প্রাথমিক চিকিৎসায় সেরে না উঠায় দ্রুত হাসপাতালে স্ক্যান করা হয়। এরপরই জানা যায় দুঃ সংবাদ। ডান হাতের বুড়ো আঙুলের ওপর পাশটা ভেঙে গেছে! ইনজুরিতে পড়ায় কোন ম্যাচ অবশ্য মিস করতে হচ্ছে না। টেস্ট থেকে অনেক আগে নিজেকে সরিয়ে নিয়েছেন মাশরাফি।
এখন মার্চে শ্রীলঙ্কা সফরের ওয়ানডে সিরিজ শুরুর আগেই সেরে উঠলেই হল। সফর শেষ হয়ে গেলেও আপাতত কিউই সৌন্দর্য উপভোগ করবেন তিনি। কেননা, ম্যাশের স্ত্রী-সন্তানেরা এখন নিউজিল্যান্ডে। সবাইকে নিয়ে এখন ছুটির মেজাজে থাকবেন টাইগার ক্যাপ্টেন।
এদিকে ম্যাচে চোট পেয়েছিলেন তামিম ইকবাল-ইমরুল কায়েসও। তবে তাদের আঘাত তেমন মারাত্মক নয়। টেস্টে খেলা নিয়ে তেমন কোন শঙ্কা নেই।
Discussion about this post