বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেট ইতিহাসে মনে রাখার মতো একদিন। আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে বিস্ফোরক পারফরম্যান্স উপহার দিলো টাইগাররা। আর সেই রানের ফোয়ারায় উঠে এলো রেকর্ডবুক বদলে দেওয়া পার্টনারশিপ।
মাত্র ৪ উইকেট হারিয়ে ৩৪৪ রানের বিশাল স্কোর গড়েছে স্বাগতিকরা-যা ‘এ’ দলের অন্যতম সর্বোচ্চ। সেই সঙ্গে চতুর্থ উইকেটে নুরুল হাসান সোহান ও মাহিদুল ইসলাম অঙ্কনের গড়া ২২৫ রানের জুটি এখন বাংলাদেশের ‘এ’ দলের ইতিহাসে সবচেয়ে বড় পার্টনারশিপ।
শুরুটা অবশ্য ছিল ধাক্কা খাওয়ার মতো-১২ রানে ফিরে যান ওপেনার ইমন। এরপর বিজয় ও নাঈম ৭৩ রানের জুটি গড়লেও, মূল নাটক শুরু চতুর্থ উইকেটে। সেখানে মাঠে নামে সোহান-অঙ্কন যুগলবন্দি।
সোহান ঝড় তুলেছেন ১০১ বলে ১১২ রানে-৭টি করে চার ও ছক্কার মারে। অন্যদিকে অঙ্কন ছিলেন ধীর অথচ ধারালো—১০৮ বলে ১০৫ রান, ৮টি চার ও একটি ছক্কা। এই দুই ব্যাটারের ব্যাটে গড়ে ওঠে এক অবিচ্ছেদ্য দেয়াল, যেখানে কিউই বোলাররা শুধুই অসহায় দর্শক। এই জুটির কল্যাণেই বাংলাদেশ দাঁড় করায় বিশাল রানের পাহাড়। শেষ দিকে মোসাদ্দেক হোসেন সৈকত অপরাজিত থাকেন ১৩ রানে।
Discussion about this post