সৈয়দ খালেদ আহমেদ বনে গেলেন সৈয়দ খালেদ হোসেন
ভুলের ফাঁদ থেকে কিছুতেই বের হতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার ঢাকা টেস্টে ১৫ জনের খেলোয়াড় তালিকায় ভুল করল তারা। এই যাত্রায় দেশের নাম নয়, ক্রিকেটারের নামে ভুল করেছে। পেসার খালেদ আহমেদের নামের একটা অংশই বদলে দেওয়া হয়েছে। সৈয়দ খালেদ আহমেদের লেখা আছে সৈয়দ খালেদ হোসেন। বিস্ময়কর ভুল!
অবশ্য হালে এমন ভুল নতুন কিছু নয় বিসিবির। চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরুর আগে এনিয়ে উত্তাল হয়েছিল গণমাধ্যম। আগের দিন বিক্রি করা টিকিটের গায়ে খেলা শুরুর সময় লেখা ছিল, ‘১০ পিএম’। মানে রাত ১০টা থেকে। পরে অবশ্য সেই ভুল স্বীকার করে বিসিবি। কিন্তু টিকিট দর্শকের হাতে চলে যাওয়ায় ভুল সংশোধন করা যায়নি।
এরপর প্লেয়ার লিস্টে Bangladesh-এর পরিবর্তে লেখা হয় ‘Bamgladesh’। সেই ভুল সামলে উঠতে পারেনি তারা। সিরিজের শেষ টেস্টেও একই ভুল। জাতীয় দলের টিম পেসার সৈয়দ খালেদ আহমেদের নাম লেখা হয় সৈয়দ খালেদ হোসেইন। অথচ সেই শিটে স্বাক্ষর ছিল অধিনায়ক মুমিনুল হক ও টিম ম্যানেজার নাফিস ইকবাল খানের।
তারও আগে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগের দিন সংবাদকর্মীদের দেওয়া অ্যাক্রিডিটেশন কার্ডেও ছিল ভুল। কার্ডে রিপোর্টারের ইংরেজি বানান ভুল করে বিসিবি। রিপোর্টারের বানান ভুল করে সেখানে লেখা হয়েছিল Reportar. অবশ্য সেই ভুল নজরে আসতেই বানান ঠিক করে নতুন কার্ড ইস্যু করে বিসিবি!
Discussion about this post