সম্মান বাঁচানোর ম্যাচে বল হাতে রীতিমতো ঝড় তুলেছিলেন তিনি। তার পথ ধরেই তো জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইট ওয়াশের লজ্জা থেকে বেঁচেছে বাংলাদেশ দল। জিম্বাবুয়ে সফরে তৃতীয় ও শেষ ওয়ানডেতে বল হাতে সাফল্য মুস্তাফিজুর রহমান ও তাইজুল ইসলামকে আইসিসি ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে এগিয়ে দিয়েছে। সেরা দশে উঠে এসেছেন বাঁহাতি পেসার মুস্তাফিজ। স্পিনার তাইজুল ১৮ ধাপ এগিয়েছেন।
বুধবার প্রকাশিত আইসিসির র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক তালিকায় ৬ ধাপ এগোলেন মুস্তাফিজ। ৬৪০ রেটিং পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের ক্রিস ওকসের সঙ্গে যৌথভাবে ১০ নম্বরে রয়েছেন বাংলাদেশের এই পেসার। ৪৬৯ পয়েন্ট নিয়ে তাইজুলের ক্যারিয়ার সেরা ৫৩তমস্থানে রয়েছেন।
গত বুধবার হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে মুস্তাফিজ ৫.২ ওভার বোলিং করে ১৭ রান দিয়ে নেন ৪ উইকেট। যেখানে ২৫৭ রানের লক্ষ্য দিয়ে জিম্বাবুয়েকে ১৫১ রানে অলআউট করে বাংলাদেশ। তাইজুল জিম্বাবুয়ে সফরের সবশেষ ম্যাচে ৩৪ রান দিয়ে ২ উইকেট নেন। দ্বিতীয় ওয়ানডেতে ১ উইকেট নিয়ে র্যাঙ্কিংয়ে এগোলেন ৯ ধাপ।
মেহেদী হাসান মিরাজদুই ধাপ পিছিয়ে ৬৫৫ রেটিং পয়েন্ট নিয়ে আছেন অষ্টম স্থানে। বাংলাদেশের বোলারদের মধ্যে তিনিই সেরা।
ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে তামিম ইকবাল ১৬তম স্থানে। বাংলাদেশের সেরা অবস্থানে আছেন অধিনায়ক। ৩৪ নম্বরে মাহমুদউল্লাহ। আফিফ হোসেন আছেন ৮৩তম স্থানে। মুশফিকুর রহিম দুই ধাপ পিছিয়ে ২১ নম্বরে। অলরাউন্ডারদের তালিকায় আগের মতোই শীর্ষে সাকিব।
এদিকে শীর্ষস্থানেই আছেন পাকিস্তানের বাবর আজম। এরপরই ইমাম উল হক, রাসি ফন ডার ডাসেন, কুইন্টন ডি কক ও বিরাট কোহলি। ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই নাম্বার ওয়ান ট্রেন্ট বোল্ট। এরপর জাসপ্রিত বুমরাহ। তিনে জশ হেইজলউড ও চারে মুজিব উর রহমান।
Discussion about this post