মাশরাফি বিন মর্তুজা মানেই অনুপ্রেরণার আরেক নাম। গোটা ক্যারিয়ারে সংগ্রাম করে গেছেন তিনি। ইনজুরি কখনোই স্বস্তি দেয় নি এই টাইগার পেসারকে। তারপরও লড়াই থামেনি। ক্যারিয়ারের শেষ প্রান্তে এসেও চমক ধরে রেখেছেন টাইগারদের রঙীন পোশাকের অধিনায়ক।
২০১৬ সালের এক ম্যাচের পারফরম্যান্স বিবেচনা করে ওয়ানডেতে সেরা ১০ বোলারের তালিকা করল ক্রিকেটের বাইবেল বলে পরিচিত- ইসএসপিএন-ক্রিকইনফো।সেখানে আছেন মাশরাফি। ইংল্যান্ডের বিপক্ষে গতবছর দ্বিতীয় ওয়ানডেতে ম্যাচ জয়ী বোলিং করায় তালিকার ১০ নম্বরে আছেন তিনি।
মিরপুরে সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ২৩৮ রান করে বাংলাদেশ। মাশরাফি ব্যাট হাতে ৪৪ রান। এরপর বল হাতে ২৯ রানে চার উইকেট তুলে নেন তিনি।
ইসএসপিএন-ক্রিকইনফোর তালিকার শীর্ষে অস্ট্রেলিয়ার কেন রিচার্ডসন। ভারতের বিপক্ষে ৬৮ রানে নেন ৫ উইকেট।
দেখে নিন সেই দশ সেরা নৈপুন্য-
১. কেন রিচার্ডসন (অস্ট্রেলিয়া) ৬৮/৫ প্রতিপক্ষ ভারত
২. সুনিল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ) ৬/২৭ প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা
৩. ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা) ৭/৪৫ প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।
৪.মিচেল মার্শ (অস্ট্রেলিয়া) ৩/৩২ প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।
৫. জেমস ফকনার (অস্ট্রেলিয়া) ৪/৩৮ প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
৬. জন হ্যাস্টিংস (অস্ট্রেলিয়া) ৬/৪৫ প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
৭. অমিত মিশ্র (ভারত) ৫/১৮ প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
৮. আমিলা আপোনসো (শ্রীলঙ্কা) ৪/১৮ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
৯. জ্যাক বল (ইংল্যান্ড) ৫/৫১ প্রতিপক্ষ বাংলাদেশ।
১০. মাশরাফি বিন মর্তুজা (বাংলাদেশ) ৪/২৯ প্রতিপক্ষ ইংল্যান্ড।
Discussion about this post