সামনেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ। তার আগে ছুটির মেজাজে জাতীয় দলের ক্রিকেটাররা। ঈদের আগেই একমাত্র টেস্ট ম্যাচ। যেখানে জয়ের পরিকল্পনা করছে বাংলাদেশ। যদিও টেস্টে আফগানিস্তানের বিপক্ষে অতীত ইতিহাস ভুলতে পারলেই যেন বাঁচেন সাকিব আল হাসানরা। একমাত্র টেস্টে দল হেরেছিল। সেই হারের চার বছর পর ফের আফগানদের সঙ্গে লড়াই।
চট্টগ্রামে সেই টেস্টে হারের স্মৃতি মুছে দিতে এবার প্রস্তুতি নিচ্ছে দল। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু শুক্রবার তেমনই ইঙ্গিত দিলেন। জুনে একমাত্র টেস্টে বাংলাদেশ নামতে চায় সেরা দল নিয়ে।
মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘এখানে কোনো পরীক্ষা হবে না। আফগানিস্তান খুব ভালো দল। যেহেতু আমাদের একটা খারাপ অভিজ্ঞতা আছে গত টেস্ট ম্যাচটা হেরেছি। কোনো হালকাভাবে নেওয়া হবে না। সম্ভাব্য সেরা দলই আফগানিস্তানের বিপক্ষে দেওয়া হবে।’
১০ জুন আফগানিস্তান দল ঢাকায় আসবে। মিরপুর শেরেবাংলায় একমাত্র টেস্ট ম্যাচ শুরু ১৪ জুন। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্ট হবে। এরপর তিনটি ওয়ানডে খেলতে ১৯ জুন ভারত সফরে যাবে আফগানরা।
এই সময়টাতে বাংলাদেশ দল থাকবে ঈদ উল আযহার ছুটিতে। তারপর দ্বিতীয় দফায় ১ জুলাই বাংলাদেশে আসবে আফগানিস্তান দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ওয়ানডে সিরিজ শুরু ৫ জুলাই। পরের দুই ম্যাচ ৮ ও ১১ জুলাই।
তারপরই টি-টুয়েন্টি মিশন। সিরিজ হবে সিলেটে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুটি ম্যাচ ১৪ ও ১৬ জুলাই। তারপর ১৭ জুলাই বাংলাদেশ ছাড়বে আফগান দল। এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফর করে আফগানিস্তান।
যদিও টেস্টে অধিনায়ক সাকিব আল হাসানকে পাওয়া যাবে কীনা সেটি নিশ্চিত নয়। তর্জনীর চোটে ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে তিনি। টেস্টে না থাকলেও সাকিবকে অন্য দুই ফরম্যাটে পাওয়া যাবে বলে। প্রধান নির্বাচক নান্নু বললেন, ‘বিগত টেস্ট ম্যাচটা আয়ারল্যান্ডের বিপক্ষে এখানে ভালো খেলেছি। ভারতের সাথেও আমরা ভালো খেলেছি। খুব কাছে গিয়ে হেরে গিয়েছিলাম। আমার মনে হয়, মিরপুরে আমরা ভালো চ্যালেঞ্জ দিতে পারব। দেশের মাটিতে খেলা আশা করি ভালো খেলব।’
Discussion about this post