চোর্কাস অপবাদটা পেছনে ফেলে দিয়ে সেমিফাইনালে উঠে গেল দক্ষিণ আফ্রিকা। সিডনিতে মঙ্গলবার প্রথম কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্কাকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে তারা।
আর তাতেই বিশ্বকাপের ইতিহাসে নকআউট পর্বে প্রথম জয় পেল দক্ষিণ আফ্রিকা। দুই স্পিনার ইমরান তাহির ও জেপি ডুমিনির দুর্দান্ত বোলিংয়ে ৩৭.২ ওভারে ১৩৩ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। জবাবে দিতে নেমে ১৮ ওভারে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়ারা। তাতেই আক্ষেপ নিয়ে বিশ্বকা্প শেষ হয়ে গেল কুমার সাঙ্গাকারাদের।
এদিকে জেপি ডুমিনি প্রোটিয়াদের প্রথম বোলার হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিক করার কীর্তি গড়েন । আর ক্যারিয়ারের শেষ ওয়ানডে ম্যাচটি খেলেন দুই লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা এবং মাহেলা জয়াবর্ধানে।
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা: ৩৭.২ ওভারে ১৩৩/১০ (কৌশল পেরেরা ৩, দিলশান ০, সাঙ্গাকারা ৪৫, থিরিমান্নে ৪১, জয়াবর্ধনে ৪, ম্যাথিউস ১৯, থিসারা ০, কুলাসেকারা ১, থারিন্দু ০, চামিরা ২*, মালিঙ্গা ৩; তাহির ৪/২৬, ডুমিনি ৩/২৯, স্টেইন ১/১৮, অ্যাবট ১/২৭, মরকেল ১/২৭)
দক্ষিণ আফ্রিকা: ১৮ ওভারে ১৩৪/১ (আমলা ১৬, ডি কক ৭৮*, দু প্লেসি ২১*; মালিঙ্গা ১/৪৩)
ফল: ৯ উইকেটে জয়ী দক্ষিণ আফ্রিকা
ম্যাচসেরা: ইমরান তাহির।
Discussion about this post