ক্রিকবিডি২৪.কম ডেস্ক
শেষ হল বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালের লড়াই। দুদিন বিরতির পর শেষ চারের যুদ্ধ। যেখানে মুখোমুখি চার দেশ। ১০ জুলাই সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১২টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও বেলজিয়াম। শেষ আটে উরুগুয়েকে ২-০ গোলে হারায় ফ্রান্স। পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ হারিয়ে সেমিতে উঠেছে বেলজিয়াম।
পরের দিন মুখোমুখি হবে ইংল্যান্ড-ক্রোয়েশিয়া। ২-০ গোলে সুইডেনকে শেষ আটের ম্যাচে হারায় ইংল্যান্ড। রাশিয়া ও ক্রোয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি নির্ধারিত ৯০ মিনিটে ১-১ ড্র ছিল। অতিরিক্ত সময়ে ৩০ মিনিট শেষে ২-২ সমতা।। তারপর টাইব্রেকারে রাশিয়ার বিপক্ষে ৪-৩ গোলে জিতে ক্রোয়েশিয়া।
বিশ্বকাপ ইতিহাসে এবার নিয়ে পঞ্চমবারের মতো হবে অল ইউরোপিয়ান সেমিফাইনাল। গত ২০ আসরে ১১বার ট্রফি জিতেছে ইউরোপের কোন দেশ। আর ৯বার শিরোপা উঠেছে লাতিন আমেরিকার দেশগুলোর হাতে!
সেমিফাইনাল সূচি
দল সময় ভেন্যু
ফ্রান্স-বেলজিয়াম রাত ১২টা সেন্ট পিটার্সবার্গ
ইংল্যান্ড-ক্রোয়েশিয়া রাত ১২টা লুঝনিকি স্টেডিয়াম
Discussion about this post