ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) স্থগিত হওয়াটা যেন মেনেই নিতে পারছে না ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এ কারণেই টুর্নামেন্টটি ফের শুরু করতে যাচ্ছে তারা। তবে এবার ভারতে হচ্ছে না আইপিএল। করোনার কারণে এই ফ্রাঞ্চাইজি আসর গেলো সংযুক্ত আরব আমিরাতে। শনিবার বিসিসিআই জানাল বাকি অংশের খেলা শুরু হবে সেপ্টেম্বরে।
২০২১ সালের আইপিএলে জৈব সুরক্ষা বলয় ভেঙে পড়ায় গত ৪ মে স্থগিত করার ঘোষণা আসে। কিন্তু বাতিল হচ্ছে না লড়াই। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে হবে আইপিএলের বাকি অংশ। বিসিসিআই জানায়, সেপ্টেম্বর-অক্টোবর বৃষ্টির মৌসুম, এ কারণে মধ্যপ্রাচ্যে হবে জমজমাট ক্রিকেট লড়াই, ‘ভারতে বর্ষা মৌসুমের কথা চিন্তায় রেখে এবছর সেপ্টেম্বর-অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের বাকি ম্যাচগুলো শেষ করার কথা ঘোষণা করছে বিসিসিআই।’
করোনার কারণে স্থগিত হওয়ার আগে শেষ হয়েছে ২৯ ম্যাচ। ৩তখন অব্দি ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে দিল্লি ক্যাপিটালস। চেন্নাই ২ পয়েন্টে পিছিয়ে দ্বিতীয় স্থানে। এবার বাকি ৩০ ম্যাচ হবে আমিরাতে।
অবশ্য এবার ঠিক করে দিনক্ষণের কথা জানায় নি বিসিসিআই। এ অবস্থায় সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হতে পারে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ বাকি ম্যাচগুলো।
Discussion about this post