ফের ব্যস্ততা শুরু হয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এইচপি দলের। চট্টগ্রামে দুই ফরম্যাটে ৫ ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ ‘এ’ দল-এইচপি স্কোয়াড। সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ হবে ২, ৪, ৬ সেপ্টেম্বর। শনিবার ২২ সদস্যের এইচপি স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
তারপরই ৯ থেকে ১২ সেপ্টেম্বর প্রথম ও ১৫ থেকে ১৮ সেপ্টেম্বর দ্বিতীয় চারদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। এইচপির ক্যাম্প শেষ হবে ৮ অক্টোবর।
বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টুয়েন্টি ক্রিকেট লিগে ভালো খেলার পুরস্কার পেলেন মুনিম শাহরিয়ার ও ইমরানউজ্জামান ইমরান। হাই পারফরম্যান্স ইউনিট দলে জায়গা পেলেন এই দুই ওপেনার। আবাহনীর হয়ে মুনিম অপরাজিত ৯২ ও ৭৪ রানের ইনিংস ছাড়াও খেলেন ৪৪, ৪৩ রানের দারুণ ইনিংস খেলেন।
জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এইচপির ব্যস্ততা নিয়ে শনিবার বলেন, ‘চিটাগাং এ আমাদের দুটা টিম যাচ্ছে, একটা এ টিম, আরেকটা এইচপি। এ টিমে ন্যাশনাল টেস্টে প্লেয়াররাই যাবে। যারা রেড বলের ক্রিকেট খেলে। ওখানে আমরা একটা সিরিজ আয়োজন করেছি এইচপি আর এ টিমের। ওখানে তিনটা ওয়ানডে হবে এবং দুটা চারদিনের ম্যাচ থাকবে। ওভারওল আমাদের এইচপির যে স্কোয়াডটা আছে তাদের সাথে এ টিমের স্কোয়াড। আশা করছি ওয়েদার কন্ডিশন ভালো থাকলে প্র্যাকটিস সেশনটা ভালো হবে।’
বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জৈব সুরক্ষা বলয়ে শুরু হতে যাচ্ছে প্রস্তুতি ক্যাম্প।
বিসিবি হাই পারফরম্যান্স দল-
ব্যাটসম্যান: তানজিদ হাসান তামিম, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, মুনিম শাহরিয়ার, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, আনিসুল ইসলাম।
উইকেট কিপার: ইমরান উজ জামান, আকবর আলী।
স্পিনার: মিনহাজুল আবেদীন আফ্রিদি, রাকিবুল হাসান, হাসান মুরাদন, তানভীর ইসলাম, মোহাম্মদ রিশাদ হোসেন।
পেসার: শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ শাহীন আলম, সুমন খান, নোমান চৌধুরী সাগর, রেজাউর রহমান রাজা ও রুয়েল মিয়া।
Discussion about this post