প্রথমে হ্যাটট্রিকের আনন্দ। এরপর তুলে নিলেন শতরান। কিন্তু দিন শেষে হাসি থাকল না মাহমুদুল্লাহ’র মুখে। সেঞ্চুরির পর ড্রেসিংরুমে দিকে তাকিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করার অভিযোগে ম্যাচ ফি’র পুরো পুরোটাই জরিমানা গুনতে হচ্ছে ওয়ালটন সেন্ট্রাল জোনের এই ক্রিকেটারকে। ২ ম্যাচের জন্য নিষিদ্ধও হয়েছেন তিনি। ম্যাচ রেফারি শওকতুর রহমান চিনু সোমবার দিন শেষে মাহমুদউল্লাহকে শুনানিতে ডাকেন। এরপর শাস্তির কথা জানিয়ে দেন তাকে।
এর আগে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) এই ম্যাচে ওয়ালটন সেন্ট্রাল জোন প্রথম ইনিংস করে ২৭৮ রান। মাহমুদউল্লাহ করেন ১০৫ রান।
বিকেএসপিতে ১৭৯ রানে এগিয়ে থাকার আনন্দ নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নামে বিসিবি উত্তরাঞ্চল। তবে সেই সুবিধাটা ধরে রাখা হয়নি। দ্বিতীয় ইনিংসে তারা মাত্র ৮৭ রানে অলআউট হয়ে যায়। প্রথম ইনিংসে নিজের শেষ দুই বলে দুটো উইকেট পেয়েছিলেন মাহমুদউল্লাহ। দ্বিতীয় ইনিংসেও নিজের প্রথম ওভারের প্রথম দুই বলে ঠিক সেই কীর্তি দেখালেন। ম্যাচে টানা চার বলে চার উইকেট। দারুণ হ্যাটট্রিক!
সংক্ষিপ্ত স্কোর
বিসিবি উত্তরাঞ্চল ১ম ইনিংস : ৪৫৭/১০ ও ৮৭/১০ (ফরহাদ রেজা ৪৯, ইলিয়াস সানি ৫/৪৪, মাহমুদউল্লাহ ২/১৭) ওয়ালটন সেন্ট্রাল জোন ১ম ইনিংস : ২৭৮/১০ (মাহমুদউল্লাহ ১০৫, তাজুল ৬/৮৮)। দ্বিতীয় ইনিংস: ১/০)
৬ উইকেটে জিতল দক্ষিণাঞ্চল
ইসলামি ব্যাঙ্ক পুর্বাঞ্চল সোমবার দক্ষিণাঞ্চলের সামনে শেষ ইনিংসে মাত্র ১০১ রানের লক্ষ্য দেয়। বিকেএসপিতে সেই মামুলি টার্গেট ৪ উইকেট হারিয়ে সেই টার্গেট পেরিয়ে যায় দক্ষিণাঞ্চল।
সোমবার এনামুল হক বিজয়ের করেন ৬৩ রান। তারও আগে পূর্বাঞ্চলের দ্বিতীয় ইনিংস শেষ হয় ৩৪১ রানে। সাদমান করেন ৯৮ রান। রাজ্জাক ৯৫ রানে নেন ৫ উইকেট। ম্যাচে এই স্পিনারের উইকেট ৯টি।
সংক্ষিপ্ত স্কোর
ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ১ম ইনিংস : ১৩৫ এবং ২য় ইনিংস : ৩৪১/১০ (সাদমান ৯৮, নাজিমউদ্দিন ২৭, লিটন ৭০, মমিনুল ৫২, রাজ্জাক ৫/৯৫)।
প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ১ম ইনিংস : ৩৭৬/১০ ও ১০৩/৪ (এনামুল ৬৩)।
ফল: দক্ষিণাঞ্চল ৬ উইকেটে জয়ী।
Discussion about this post